নয়াদিল্লি: সপ্তাহান্তে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। গত
ম্যাচে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলেননি। এই ম্যাচে তাঁর একাদশে ফেরার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে বুমরার না খেলে নিয়েই ক্ষুব্ধ মহম্মদ কাইফ।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে বুমরা দলে ছিলেন না। টি-টোয়েন্টিতে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। সামনেই আবার বিশের বিশ্বকাপ। সেই কথা ভেবেই সম্ভবত ভারতীয় টিম ম্যানেজমেন্ট বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে উদ্বিগ্ন। দ্বিতীয় ম্যাচে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই বিশ্রাম দেওয়ার প্রসঙ্গেই অখুশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)।
ভারতীয় ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলে নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে কাইফ বলেন, 'কীসের জন্য বিশ্রাম? কীসের ওয়ার্কলোড? ও কি অনেকগুলো ম্য়াচ খেলার পর দলে ফিরেছে? একদম পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেই ওকে দলে ফেরানো হয়েছে। এই বিষয়টি আমার একেবারেই বোধগম্য হচ্ছে না। যদি বিশ্রামই দিতে হয়, তাহলে অর্শদীপ সিংহকে বিশ্রাম দেওয়া হোক। যদি অক্ষর পটেল চোট পেয়ে থাকেন এবং তার বদলে আট নম্বরে ব্যাটিংয়ের জন্য হর্ষিত রানাকে দলে খেলাতে হয়, তাহলে অর্শদীপকে বিশ্রাম দিয়ে বুমরাকে খেলানো হোক।'
কাইফের দাবি যদি ভারতীয় দলের যদি ভারসাম্য বজায় রাখার জন্য বদল ঘটাতেই হয়, তাহলে সেক্ষেত্রেও বুমরাকে দল থেকে বাদ দেওয়ার মানে হয় না। 'আট নম্বরে ব্যাটিং প্রয়োজন বলে বুমরাকে যদি দলের ভারসাম্য ঠিক রাখতে বাইরে বসানো হয়, তাহলে সেটাও ভুল সিদ্ধান্তই। দলের ভারসাম্য বা অন্য কোনও কারণেই বুমরার মতো ক্রিকেটারকে দলের বাইরে বসিয়ে রাখা যায় না। দল কীভাবে ভারসাম্য বজায় রাখবে সেটা দল বুঝবে। তবে বুমরার সবসময়ই একাদশে থাকা উচিত।' মত ভারতীয় প্রাক্তনীর।
বুমরার পাশাপাশি চোটের জন্য অক্ষর পটেলও গত ম্যাচে খেলেননি।














