করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। তারা আসন্ন টুর্নামেন্টে খেলবে না আর। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বলেছিল
যে বাংলাদেশের সঙ্গে আইসিসি দ্বিচারিতা করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে চায়। কিন্তু বাংলাদেশের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পরের দিনই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল পিসিবি। এমনকী এবার পিসিবির তরফ থেকে জানিয়েও দেওয়া হল যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে কোনও সমস্যা নেই তাদের। এমনকী আগামী ২ ফেব্রুয়ারিই কলম্বোয় পা রাখতে চলেছে পাকিস্তান ক্রিকেট দল, এমনও জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর নেপথ্য কিছুটা ছিল পাকিস্তানের উস্কানিও। কিন্তু আদতে যে শেষ পর্যন্ত পাকিস্তান নিজেদের দল তৈরি করে ঠিকই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রাষ্ট্রপতি আসিফ জারদারি এবং প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠির সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের পরই পাকিস্তান যে টি-টোেয়ন্টি বিশ্বকাপে অংশ নেবেই, তা নিশ্চিত করে ফেলেছেন পিসিবি প্রধান মহসিন নকভি। এর আগে এশিয়া কাপ, চ্য়াম্পিয়ন্স ট্রফি যেমন নিরপেক্ষে ভেন্যুতে হয়েছিল পাকিস্তানের ম্য়াচ। এবারও তেমনই হতে চলেছে।









