What is the story about?
মুম্বই: বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ব্যক্তিগত বিমানে বারামতিতে প্রচারে যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমান অবতরণের
আগেই ভেঙে পড়ে। অজিত পাওয়ার সহ বিমানের বাকি পাঁচজন কেউই বেঁচে নেই আর। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন সচিন তেন্ডুলকর।
মারাঠি ভাষায় শোক প্রকাশ করে যে পোস্ট করেছিলেন সচিন, তার বাংলা তর্জমা অনেকটা এমন, ''অজিত পাওয়ারজি-র প্রয়াণের খবর পেয়ে অত্যন্ত দুঃখিত হলাম। মহারাষ্ট্রের জন্য অনেক কাজ করেছেন। তিনি তেমনই একজন নেতা ছিলেন। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ওঁনার পরিবার ও পরিজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ওঁম শান্তি।''















