নয়াদিল্লি: আর দিনকয়েক পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দল (Indian Cricket Team) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিজেদের ঘরে অন্যতম ফেভারিট হিসাবেই মাঠে
নামবে। সূর্যকুমার নেতৃত্বে এখনও পর্যন্ত একটিও সিরিজ় হারেনি টিম ইন্ডিয়া। তবে ভারতের টি-টোয়েন্টি ফর্ম দুরন্ত হলেও, টেস্ট ফর্ম নিয়ে সাম্প্রতিক সময়ে প্রচুর সমালোচনা হয়েছে। এর পিছনে ফ্র্যাঞ্চাইজ় ক্রিকেটকেই কাঠগড়ায় তুলছেন স্বয়ং রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
ভারতীয় দল নাগাড়ে ১২ বছর ঘরের মাঠে টেস্টে অপ্রতিরোধ্য থাকার পর নিউজ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা, দুই দলের বিরুদ্ধেই ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে। সেই নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। রাহুল দ্রাবিড়ের মতে বর্তমানে যে সব ক্রিকেটাররা সব ফর্ম্য়াটেই খেলেন, তাঁদের এক কাছে ফর্ম্যাট থেকে অন্য ফর্ম্যাটে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময়ই থাকে না।
ESPNcricinfo-কে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, 'আমি কোচ হিসাবে একটা জিনিস বুঝে গিয়েছি, যে ক্রিকেটাররা তিন ফর্ম্যাট খেলে, তাদের নিমেষের মধ্যে এক ফর্ম্যাট থেকে অন্য ফর্ম্যাটে বদল ঘটাতে হয়। অনেক সময় তো আমরা টেস্ট ম্যাচের তিন, চার দিন আগে যখন অনুশীলন শুরু করতাম, তখন লক্ষ্য করে দেখতাম যে দলের কয়েকজন তো তিন, চার মাস লাল বলের বিরুদ্ধে বিন্দুমাত্র ব্যাটিং করারই সুযোগ পায়নি। কিছু কিছু বিষয়ে দক্ষ হতে হলে সেগুলির জন্য প্রচুর খাটা খাটনি করতে হয়। স্পিন সহায়ক বা সিম সহায়ক পিচে ঘণ্টার পর ঘণ্টা টেস্ট ম্যাচে ব্যাট করে যাওয়াটা সহজ নয়। এর জন্য যথেষ্ট দক্ষতার প্রয়োজন।'
এরপরেই প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় নিজের সময়ের সঙ্গে বর্তমান যুগের তুলনা টেনে বিষয়টিকে আরও বিস্তারিত জানান।
''














