মুম্বই: ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিরুদ্ধে শতরানের ইনিংস রয়েছে। জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়ে টেস্ট ফর্ম্য়াটে রান পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে
গত ৪-৫টি সিরিজে বারবার জাতীয় দলের বাইরেই থাকতে হয়েছে সরফরাজকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েও শেষ পর্যন্ত জাতীয় দলে ব্রাত্য হতে হয়েছে সরফরাজকে।
রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বই মুখোমুখি হবে দিল্লির বিরুদ্ধে। সরফরাজ বলেন, ''আমি সবসময়ে বর্তমানে থাকতে পছন্দ করি। আমি অতীত নিয়ে কিছুই করতে পারব না। সবাই জানে যে আমি খেলি, বাড়ি যাই, প্র্যাক্টিস করি, বাবার সঙ্গে সময় কাটাই, হোটেলের ম্য়াচের আগের দিন থাকি ও পরের দিন ম্য়াচ খেলতে নেমে পড়ি। আমি ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবি না। আমি শুধু নিজের কাজটাই করে যেতে চাই, যেটা এতগুলো বছর ধরে করে এসেছি।''
রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে লিগ ম্য়াচে মুম্বইয়ের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করতে দেখা গিয়েছিল সরফরাজকে। সেই ম্য়াচে নিজের প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম দ্বিশতরান হাঁকিয়েছিলেন সরফরাজ। সেই ম্য়াচে জয় ছিনিয়ে নেয় মুম্বই ও রঞ্জির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মুম্বই।
সরফরাজ আরও বলেন, ''আমি সাদা বল নিয়ে অনেক খেটেছি। আমি ভারতের জার্সিতে ওয়ান ডে খেলতে চাই। আমি মুশিরের সঙ্গেও অনুশীলনে তা নিয়ে আলোচনা করি। ওর বোলিং ও ব্যাটিং দুটোই বেশ উন্নত। আমি নিশ্চিত মুশির একদিন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হবে। আমি ওর দিকেও নজর রেখেছি। ওর বয়স কম। তিন ফর্ম্যাটেই ভাল খেলছে। আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন আমাদের বাবা কিছুটা দুঃখ পেয়েছিল, কারণ বোলিং করতাম না। কিন্তু মুশির যখন থেকে খেলা শুরু করল, তখন থেকে বাবা অনেক খুশি হয়েছে। কারণ ও আউট হয়ে গেলেও বল হাতেও নিজের ছাপ রাখার সুযোগ পাবে।''












