সিডনি: গত বছর মহিলা ওয়ান ডে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই নিজের কেরিয়ার নিয়ে একটা কড়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অ্য়ালিসা হিলি। তিনি জানিয়ে দিয়েছিলেন যে
পরবর্তী বিশ্বকাপে আর তাঁকে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে দেখা যাবে না। এবার হিলির পরিবর্ত হিসেবে অজি মহিলা ক্রিকেটের তিন ফর্ম্য়াটের জন্য ক্যাপ্টেন বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৮ বছরের অলরাউন্ডার সোফি মলিনিউএক্সকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের।
ভারতের বিরুদ্ধে আগামী মাসে ঘরের মাঠে তিন ফর্ম্যাটেই সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আপাতত নেতৃত্ব দেবেন সোফি। কারণ হিলি টেস্ট ও ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দেবেন। এটিই হতে চলেছে তারকা উইকেট কিপার ব্যাটারের শেষ আন্তর্জাতিক সিরিজ। এরপর মার্চে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাঁদের দেশে গিয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে তিন ফর্ম্যাটে নেতৃত্ব দিতে দেখা যাবে সোফিকে।
ভারত ও অস্ট্রেলিয়া আগামী মাসে তিন ম্য়াচের টি-টোয়েন্টি খেলবে। এছাড়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে ও একটি টেস্ট খেলবে ২ দল। টি-টোয়েন্টি সিরিজ খেলা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। ওয়ান ডে সিরিজ শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ও একমাত্র টেস্ট ম্য়াচটি হবে ৬ মার্চ থেকে শুরু।
কেমন দল গড়েছে ভারত?
ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলা টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেছিল কিছুদিন আগেই । আরও একবার হরমনপ্রীত কৌরকে দলের ক্যাপ্টেন করা হয়েছে । এছাড়াও দলে তরুণ স্পিনার বৈষ্ণবী শর্মাকে নেওয়া হয়েছে। ২০ বছর বয়সি বৈষ্ণবী এখনও পর্যন্ত শুধুমাত্র টি-২০ আন্তর্জাতিক ফর্ম্যাটেই খেলেছেন । এছাড়াও, ক্রান্তি গৌড়কে দলে রাখা হয়েছে। ওপেনিং ব্যাটার প্রতীকা রাওয়ালও সুযোগ পেয়েছেন। হরমনপ্রীতের মতো স্মৃতি মান্ধানাকে সহ অধিনায়ক করা হয়েছে। সহ অধিনায়ক হিসাবে মান্ধানার উপর আরও একবার ভরসা রাখা হয়েছে। মান্ধানা এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে ৭টি টেস্ট খেলেছেন, যেখানে তিনি ৬২৯ রান করেছেন । তাঁর ব্যাট থেকে ২টি সেঞ্চুরি এবং ৩টি অর্ধশতরান এসেছে। উল্লেখ্য, এই অস্ট্রেলিয়াকে হারিয়েই গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল হরমনপ্রীত কৌরের অস্ট্রেলিয়া। আসন্ন সিরিজে ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে অজি শিবির। যদিও এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল।










