What is the story about?
মেলবাের্ন: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে কার্লোস আলকারাজ ও আলেকজান্ডার জেভেরেভ। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা আলকারাজ চলতি টুর্নামেন্টে পরপর জয় ছিনিয়ে
নিয়ে সেমিতে জায়গা করে নিলেন। অপ্রতিরোধ্য গতিতে খেলতে দেখা যাবে জেভরেভকে। অন্যদিকে জার্মানির টেনিস তারকা জেভেরভও টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিলেন।
স্পেনের অ্য়ালেক্স ডি মিনাউরকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জায়গা করে নেন আলকারাজ। মেলবোর্নে প্রথমবার সেমিফাইনালে জায়গা করে নিলেন স্প্য়ানিশ তরুণ টেনিস তারকা। ৭-৫, ৬-২, ৬-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন আলকারাজ।














