মোহালি: ভারতীয় ক্রিকেটের রূপরেখা বদলে দিয়েছিলেন যে কজন প্রশাসক, তাঁদের অন্যতম তিনি । ১৯৮৭ সালের বিশ্বকাপ ভারতে আনা হোক, কিংবা ১৯৯৬ সালের বিশ্বকাপের সহ
আয়োজনের দায়িত্ব ছিনিয়ে নেওয়া, ভারতীয় ক্রিকেটকে একের পর এক উপহার দিতে অন্যতম ভূমিকা ছিল তাঁর । নতুন বছরে প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই প্রাক্তন প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সিংহ বিন্দ্রা (IS Bindra) ।
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি বিন্দ্রা প্রয়াত হলেন ৮৪ বছর বয়সে । রবিবার নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন । প্রজাতন্ত্র দিবসের আগের দিনই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের খারাপ খবর দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ । জানালেন, প্রয়াত হয়েছেন বিন্দ্রা ।
জয় শাহ নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, 'প্রাক্তন বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক স্তম্ভ আই এস বিন্দ্রার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত । আশা করছি, ওঁর দেখানো পথে ভবিষ্যৎ প্রজন্ম হাঁটবে ।'
সুদীর্ঘ ৩৬ বছর - ১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পঞ্জাব ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন বিন্দ্রা । পঞ্জাব ক্রিকেটের উন্নতির ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বিন্দ্রা । তাঁর আমলেই মোহালি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছিল । ২০১৫ সালে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে তাঁর নামেই করা হয় । আই এস বিন্দ্রা স্টেডিয়াম । পাশাপাশি ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন বিন্দ্রা ।
Deepest condolences on the passing of Mr. I S Bindra, former BCCI president and a stalwart of Indian cricket administration. May his legacy inspire future generations. Om Shanti 🙏
— Jay Shah (@JayShah) January 25, 2026
১৯৮৭ সালে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের আর এক প্রাক্তন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । বিন্দ্রার প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে ।
ক্রিকেট প্রশাসক হিসাবে তাঁর অন্যতম পদক্ষেপ হল ম্যাচ সম্প্রচারে বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি । ১৯৯৪ সালে দূরদর্শনের একচেটিয়া অধিকার ভাঙার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড । উদ্যমী হয়েছিলেন বিন্দ্রাও । সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ম্য়াচ সম্প্রচারে বিপ্লব আসে । বিপুল লাভের মুখ দেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ।










