বিশাখাপত্তনম: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) আর বেশি দেরি নেই । তার আগে ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিয়েছে ভারত । প্রথম
তিন ম্যাচ জেতায় সিরিজ সূর্যকুমার যাদবদের পকেটে । শেষ দুই ম্যাচ কার্যত নিয়মরক্ষার ।
তবে বিশাখাপত্তনমে চতুর্থ ম্যাচে বড় ধাক্কা খেল ভারত । চোটের জন্য এই ম্যাচে খেলতে পারছেন না দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষাণ । ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের পরই জানালেন সেই দুঃসংবাদ । বললেন, 'আগের ম্য়াচে চোট পেয়েছে ঈশান কিষাণ । ওর পরিবর্তে অর্শদীপ সিংহ খেলছে ।' চোটের জন্য এই ম্যাচেও খেলছেন না অক্ষর পটেল । সূর্য জানিয়েছেন, অক্ষর এখনও পুরো ফিট নন । হয়তো পরের ম্যাচে খেলতে পারবেন । বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন স্কাই । শুরুতে ব্যাটিং করতে পাঠালেন নিউজ়িল্যান্ডকে ।
Carrying the charge forward ⏩️
— BCCI (@BCCI) January 28, 2026
📍 Vizag
⏰ 7:00 PM IST
💻 https://t.co/hIL8VeeCtI
📱 Official BCCI App #TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/Tqz8Kzset5
একটা সময় ভারতের বিশ্বকাপের নকশায় ছিলেন না ঈশান । তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে বড় রান করে ফের নির্বাচকদের নজরে আসেন । তাঁকে দলে ফেরানো হয় । রায়পুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে তিনি বিধ্বংসী হাফসেঞ্চুরি করে ভারতের জয়ে বড় অবদান রাখেন । তবে গুয়াহাটিতে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে চোট পান তিনি ।
ভারতীয় একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ ও যশপ্রীত বুমরা
নিউজ়িল্যান্ডের একাদশ
টিম সিফার্ট (উইকেটকিপার), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপ্স, মার্ক চাপম্যান, ডারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জাকারি ফুল্কেস, ম্যাট হেনরি, ঈশ সোধি ও জেকব ডাফি
🚨 Toss and Team Update 🚨#TeamIndia elect to field in the 4th T20I.
— BCCI (@BCCI) January 28, 2026
Arshdeep Singh comes in for Ishan Kishan, who misses out due to a niggle.
Updates ▶️ https://t.co/GVkrQKKyd6 #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/lNUgpWiLsm










