মুম্বই: টি-২০ বিশ্বকাপের আগে স্বস্তি এবং একই সঙ্গে অস্বস্তি ভারতীয় শিবিরে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন তিলক বর্মা। যা ভারতীয় শিবিরে উদ্বেগ
তৈরি করেছে। তবে টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন তিলক, জানা গিয়েছে ভারতীয় দল সূত্রে। তবে নতুন বছরে কোনও টি-২০ ম্যাচ না খেলে সরাসরি বিশ্বকাপে নামবেন তিনি।
২৩ বছরের ভারতীয় তরুণের টেস্টিকিউলারে অস্ত্রোপচার হয়েছে। তবে ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে তাঁর। আশা করা হচ্ছে ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম তিন ম্য়াচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। তবে সিরিজ পকেটে চলে আসায় আর কোনও ঝুঁকি নেননি নির্বাচকেরা। তিলক আর এই সিরিজে খেলবেন না, সোমবারই জানিয়ে দেওয়া হল ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। অন্যদিকে, টি-২০ বিশ্বকাপের দলে নেই শ্রেয়স আইয়ার। তবে তিলক ছিটকে যাওয়ায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলিতে তাঁকে দলের সঙ্গে থেকে যেতে বলা হয়েছে।
সোমবার বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'তিলক শরীরচর্চা শুরু করেছেন। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে ওঁর রিহ্যাবিলিটেশন ভালভাবেই হচ্ছে। তবে ম্যাচ ফিট হয়ে উঠতে ওঁর বাড়তি সময় লাগবে।'
🚨 News 🚨
— BCCI (@BCCI) January 26, 2026
Tilak Varma will not be available for the final two T20Is of the ongoing @IDFCFirstBank 5️⃣-match T20I series.
Shreyas Iyer to continue as part of #TeamIndia squad.
Details 🔽 | #INDvNZ https://t.co/OV3hvQPQgk
অস্ত্রোপচারের পর তিলক বর্তমানে নিজের রিহ্যাব চালু করেছেন। সেই রিহ্যাবেরই একাধিক ছবি, ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেইগুলিতে তিলককে ভারোত্তোলন থেকে বিভিন্ন ধরনের কসরত করতে দেখা গিয়েছে। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'প্রত্যাবর্তনের জন্য চেষ্টায় কোনওরকম ত্রুটি রাখছি না।' নিজের কসরতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া স্টোরিতে পোস্ট করে তিলক লেখেন, 'নির্ধারিত সময়ের আগে'।
এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তিলকের ইনিংস সকলকে চোখে আঙুল দিয়ে তাঁর দক্ষতা দেখিয়ে দিয়েছিল। আসন্ন বিশ্বকাপেও তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেই তিলকেরই তলপেটে চোটের কারণে অস্ত্রোপচার হয়। সেই চোটের কারণেই তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।। হায়দরাবাদের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে রাজকোটে উপস্থিত ছিলেন তিলক। সেইখানেই এক ম্যাচের আগে তিলক পেটে ব্যথার কথা জানান।
তরুণ ভারতীয় ক্রিকেটারকে তড়িঘড়ি হাসাপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। বিসিসিআইয়ের মেডিক্যাল দল বিশেষজ্ঞের সঙ্গে কথাবার্তা বলার পরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।














