দুবাই: দীর্ঘ টালবাহানা, অনেক আলাপ, আলোচনার পরেও কোনও সমাধান না মেলায় শেষমেশ দিনকয়েক আগেই আইসিসি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) থেকে বাংলাদেশকে
(Bangladesh) বাদ দিয়েছিল। তাদের পরিবর্তে স্কটল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তবে বাংলাদেশ নিয়ে বিতর্ক এখানেও শেষ হচ্ছে না। এবার দাবি করা হচ্ছে যে আইসিসির তরফে বাংলাদেশি সাংবাদিকদেরও আসন্ন বিশ্বকাপ কভার করার জন্য জমা দেওয়া আবেদনপত্র বাতিল করেছে, তাও কোনও সঠিক ব্যাখা ছাড়াই।
The Daily Star-র প্রতিবেদন অনুযায়ী বিসিবি কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন দাবি করেছেন প্রায় ১৩০ থেকে ১৫০ জন বাংলাদেশি সাংবাদিক বিশ্বকাপ কভার করার জন্য আইসিসির কাছে আবেদন করেছিলেন। তবে তাঁদের সকলের আবেদনপত্রই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা নাকি বাতিল করে দিয়েছে। তিনি জানান, 'আমি যতদূর জানি সকল বাংলাদেশি সাংবাদিকদের আবেদনই বাতিল করা হয়েছে। এই বছর প্রায় ১৩০ থেকে ১৫০ জন বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন, তবে তাঁদের সকলের আবেদনই নাকচ করা হয়েছে।'
শুধু তাই নয়, একই রিপোর্টে দাবি করা হয়েছে কিছু চিত্রসাংবাদিক যাঁদের ২০ এবং ২১ জানুয়ারি বিশ্বকাপ কভার করার জন্য আবেদনপত্রে আইসিসি অনুমোদন দিয়েছিল, তাঁদেরও সেই আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়েছে।
এই বিষয়ে প্রাথমিকভাবে আইসিসির মিডিয়া দলের তরফে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইসিসি কর্তা এর জন্য বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের দিকেই আঙুল তুলেছেন। বাংলাদেশ সরকারের তরফে বারংবার দাবি করা হয়েছিল ভারত শুধু দলের ক্রিকেটার নয়, বরং দলের সঙ্গে যুক্ত এবং ওই দেশ থেকে আগত কারুর জন্যই নিরাপদ নয়। তিনি NDTV-কে জানান, 'ওদের ভিসা বা অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি কারণ ওদের সরকার তো বারবার বলেছে যে ভারতে আসা ওদের কারুর জন্যই নিরাপদ নয়।'
১৯৯৯ সাল থেকে বাংলাদেশ আইসিসির বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। তবে ওপার বাংলার সাংবাদিকরা তারও বেশ আগে থেকেই বিভিন্ন আইসিসি ইভেন্ট কভার করে আসছেন। এই প্রথমবার তাঁদের আবেদন বাতিল করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বাংলাদেশের সাংবাদিকরা এই বিষয়ে বাংলাদেশ ক্রীড়া স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সঙ্গে কথাবার্তা বলে গোটা বিষয়টি জানিয়েছেন। তাঁরা এরপরেই এই দুই সংস্থার সঙ্গে কথাবার্তা বলে নিজেদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন বলে খবর।










