গুয়াহাটি: গত ম্যাচে তিনি খেলেননি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে সপ্তাহান্তে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND
vs NZ 3rd T20I) যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ফিরলেন আর ফিরেই প্রমাণ করে দিলেন কেন তাঁকে এত উচ্চ মাপের বোলার মনে করা হয়।
এদিন নিজের প্রথম বলেই টিম সেফার্তকে সাজঘরে ফেরান বুমরা। নির্ধারিত চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে তিন উইকেট নেন বুমরা। এই পারফরম্যান্সের জন্য তাঁকেই ম্য়াচের সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়। ঘটনাক্রমে দিনকয়েক আগেই বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পূরণ করেছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে খানিকটা আবেগঘনই হয়ে পড়েন ভারতের তারকা ফাস্ট বোলার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুমরা বলেন, 'অনুভূতিটা দারুণ। আমি তো ছোটবেলায় দেশের হয়ে কোন একদিন একটা ম্যাচই খেলব, সেই স্বপ্ন দেখতাম। সেখানে দশ বছর দেশের হয়ে খেলা যেখানে আমি অলরাউন্ডার নয়, কেবল একজন বোলার, অনেক ব্যথা, বেদনা, অনেকের অনেক মন্তব্য, মতামতের পরেও এগিয়ে যাওয়ার অনুভূতিটা দারুণ। লোকজন তো আমায় দেখে বলেই দিয়েছিলেন যে আমি বেশিদিন খেলতে পারব না। বড়জোড় ছয় মাস সময় দেওয়া হয়েছিল আমায়। তাই এই সফরটা, দেশের হয়ে এতটা দিন খেলা আমার জন্য অত্যন্ত গর্বের। আশা করছি এই সফরটা এমনভাবেই চলতে থাকবে।'
Relentless 🔥
— BCCI (@BCCI) January 25, 2026
For his fiery spell, Jasprit Bumrah is named the Player of the Match 👏👏
Relive his spell here ▶️ https://t.co/b7n3JReb7w #TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/gPLIIo3wh1
নিউজিল্যান্ডেরবিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল ভারত। গুয়াহাটিতে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৫৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল তারা। মাত্র ১০ ওভারেই যা তুলে ফেলল সূর্যকুমার যাদবের দল। সঞ্জু স্য়ামসন ও ঈশান কিষাণের উইকেট হারালেও অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদবের ঝোড়ো অর্ধশতরানে ম্য়াচ ঝুলিতে পুরে নিল ভারত। সিরিজও ৩-০ ব্যবধানে এগিয়ে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ১৫৪ রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ম্য়াচ জিতে নিল ভারতীয় দল। আর একই সঙ্গে সিরিজও দখলে নিল।














