কেপ টাউন: ২৩ বছর আগে খালি হাতে ফিরিয়েছিল জোহানেসবার্গ। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিল গোটা দেশ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে অপ্রতিরোধ্য
ভারত তরতরিয়ে পৌঁছে গিয়েছিল ফাইনালে। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফির স্বপ্ন চুরমার হয়েছিল সৌরভ ও তাঁর টিম ইন্ডিয়ার।
সেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সৌরভের শাপমোচন যেন হল না। এবার কেপ টাউনে ট্রফির সামনে থেকে ফিরতে হল সৌরভের দলকে। এসএ টোয়েন্টির ফাইনালে হেরে গেল প্রিটোরিয়া ক্যাপিটালস।
সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে ম্যাচের শুরুটা ভালই হয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালসের । কেশব মহারাজ টস হারেন। তবে প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তোলেন প্রিটোরিয়ার তরুণ তুর্কি ডেওয়াল্ড ব্রেভিস । বেবি এবি নামেই যিনি ক্রিকেট বিশ্বে পরিচিত। শূন্য রানে প্রথম উইকেট পড়ে যাওয়ার ধাক্কা কাটিয়ে মাত্র ৫৬ বলে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন ব্রেভিস। তবে উইকেটের অপর প্রান্ত থেকে একেবারেই রান ওঠেনি । দুই অঙ্কের রানে পৌঁছন প্রিটোরিয়া ক্যাপিটালসের মাত্র দু’জন ব্যাটার। প্রিটোরিয়ার ইনিংস শেষ হয় ১৫৮ রানে ।
View this post on Instagram
রান তাড়া করার সময় সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছিলেন কুইন্টন ডি'কক। তিনি ১৫ বলে ১৮ রান করেন। জনি বেয়ারস্টো শুরুতেই ফেরেন। ১ বলে ০ রান করে। এছাড়া জর্ডন হরমন ৬ বলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তবে ম্যাথু ব্রিৎজ়কে দুরন্ত হাফসেঞ্চুরি করেন। তিনি ৪৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। ব্রিৎজ়কে তাঁর ইনিংসকে ৫ চার এবং ২ ছক্কা মেরেছেন। ট্রিস্টান স্টাবস ৪১ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ১৯.২ ওভারে সানরাইজার্স ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করে ফেলে। ৬ উইকেটে ম্য়াচ জিতে ট্রফি কাব্য মারানের দলে।










