What is the story about?
বিশাখাপত্তনম: বুধবার, ২৮ জানুয়ারি তিনি যখন ব্যাটে নামেন তখন ভারতীয় দল চার উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় দল। কাঙ্খিত ২১৬ রানের লক্ষ্যের ধারেকাছেও ছিল না ভারত।
কিন্তু তিনি লড়াই চলাতে থাকেন। মাত্র ১৫ বলৈ ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন শিবম দুবে। দুর্ভাগ্যবশত রান আউট হয়ে তাঁকে সাজঘরে ফিরতে হয়। ততক্ষণে তাঁর নামের পাশে লেখা ২৩ বলে ৬৫ রান।
ভারতীয় দল বিশাখাপত্তনমে ম্যাচ না জিতলেও শিবম দুবে সকলকে নিজের দক্ষতা প্রমাণ করে দেন। এই সাফল্যের জন্য মানসিকতায় বদল এবং নিজের কঠোর পরিশ্রমকেই মূল কারণ হিসাবে জানান দুবে।















