নয়াদিল্লি: দিন পাঁচেক আগে, প্রতিবারের মতো এ বছরও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের (Padma Awards 2026) তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায়
দুই বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হরমনপ্রীত কৌরের নামও রয়েছে। দুই তারকাই এবারের পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন।
যে কোনও ভারতীয় জীবনে পদ্ম পুরস্কার পাওয়াটা নিঃসন্দেহেই একটা বিরাট সম্মান। রোহিত শর্মা নিজেও এই পুরস্কার পেয়ে আবেগাপ্লুত। তবে তাঁর এই সাফল্যে তাঁর থেকেও খানিকটা বেশি আবেগে ভাসলেন তাঁর স্ত্রী রীতিকা সাজদে। রোহিতের এই বিশেষ সম্মান প্রাপ্তির কথা ভেবে রীতিকার চোখে জল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে রোহিত শর্মার একটি ফ্য়ান গ্রুপ ভারতীয় ক্রিকেট দলের এই মহাতারকার বিশেষ কীর্তি উদযাপন করতে তাঁর জন্য একটি কেক আনে। সেই সময় রোহিতের স্ত্রী রীতিকাও তাঁর পাশেই উপস্থিত ছিলেন। সেই সময়ই রোহিতের স্ত্রীর চোখে জল। রোহিতও সেই বিষয়টি লক্ষ্য করেন।
Rohit Sharma celebrated by cutting a cake after being awarded the Padma Shri and in the end bro said My wife is crying and Ritika bhabhi said Shut up.😭😭 pic.twitter.com/WHSATx2vor
— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane) January 29, 2026
রোহিতের তত্ত্বাবধানে ভারতীয় দল বছর দু'য়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। গত বছর টিম ইন্ডিয়া রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে। তবে এইবার আসন্ন বিশ্বকাপে তিনি আর ক্রিকেটার বা অধিনায়ক নন, বরং ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আসন্ন টুর্নামেন্টে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত খেলতে নামবে। হিটম্যান মনে করছেন যে ভারতের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তুরুপের তাস হতে পারেন অশদীপ সিংহ ও হার্দিক পাণ্ড্য।
রোহিত শর্মা বিশেষ করে অর্শদীপের প্রশংসা করেছেন। বাঁহাতি তরুণ পেসারের বোলিংয়ের বৈচিত্র্য নিয়ে আশাবাদী রোহিত। জিও হটস্টারে দেওয়া সাক্ষাৎকারে হিটম্য়ান বলেন, 'এটা খুবই ইতিবাচক দিক ভারতীয় ক্রিকেটের জন্য। জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিংহ দুজনেই একাদশে থাকলে বোলিংয়ে আলাদাই আক্রমণ হবে। অর্শদীপের সবচেয়ে বড় শক্তি ওর স্যুইং বল। দ্রুত উইকেট তুলে নিতে ওস্তাদ ও। ও মূলত নতুন বলে ও ডেথ ওভারে বল করে। আর শুরু ও শেষটা খুব প্রয়োজন।'
এরপরই রোহিত আরও বলেন, 'নতুন বলে ও বাঁহাতিতে স্যুইংয়ে কুপোকাত করে। স্লিপে শিকার করে। আর ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে প্যাডে টার্গেট করে ওরা। এছাড়াও ডানহাতি ব্য়াটাররা অর্শদীপের বলে খোঁচা দিয়ে আউট হয়ে যায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের ম্য়াচে দুর্দান্ত শুরু করেছিল অর্শদীপ। আমার এখনও মনে আছে যে কুইন্টন ডি কককে আউট করে দিয়েছিল ও, যখন সে ক্রিজে প্রায় সেট ছিল আর ছন্দেও ছিল। ১৯ তম ওভারে মাত্র ২ কি ৩ রান খরচ করেছিল। যা প্রোটিয়া শিবিরের ওপর চাপ বাড়িয়ে দিয়েছিল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্শদীপ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলেই আমার মনে হয়।'













