কলকাতা: আগের ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন। হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে বাংলার শেষ ম্যাচেও দলকে টানছেন সেই সুদীপ চট্টোপাধ্যায়
(Sudip Chatterjee)। রোহতকের লাহলি মাঠে সুদীপের অপরাজিত অর্ধশতরান বাংলাকে লড়াইয়ে রাখল। হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা। তবে সুদীপের ইনিংসের সুবাদে লড়াই চালাচ্ছে বাংলা।
রঞ্জি ট্রফির ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বাংলা। আজ কুয়াশার কারণে প্রথম সেশনে খেলাই হয়নি। ম্যাচ শুরু হয় বেলা ১২টা ৫৫ মিনিটে। লাহলিতে চৌধুরী বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে হরিয়ানা। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৫৮ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান। সুদীপ চট্টোপাধ্যায় কল্যাণীতে আগের ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন। বৃহস্পতিবার তিনি অপরাজিত রয়েছেন ১৭৭ বলে ৭৮ রানে। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার।
এই ম্যাচে খেলছেন না মহম্মদ শামি। বাংলার ফাস্টবোলার ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন। জাতীয় দলে ব্রাত্য। নিজেকে প্রমাণ করার জন্য যেন ঘরোয়া ক্রিকেটের মঞ্চকে বেছে নিয়েছেন। দুরন্ত ছন্দে রয়েছেন। আগের ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে বাংলার জয়ের পথ সুগম করে দিয়েছিলেন। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় হরিয়ানার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলা যে দুই পেসারকে খেলাচ্ছে, তাঁরা হলেন মুকেশ কুমার ও আকাশ দীপ।
তবে কোয়ার্টার ফাইনালে কোন দলের বিরুদ্ধে খেলবে বাংলা, তা বাংলা বনাম হরিয়ানা ম্যাচের ওপর নির্ভর করে রয়েছে। এই ম্যাচের গুরুত্ব তাই রয়েছে। বাংলা গ্রুপ শীর্ষে থেকে শেষ করতে পারলে কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ ঝাড়খণ্ড। আর গ্রুপে দ্বিতীয় হলে সম্ভাব্য প্রতিপক্ষ অন্ধ্র প্রদেশ।
View this post on Instagram
এদিন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৬৯ বলে ২৬, সুদীপ কুমার ঘরামি ৩ বলে ১, অনুষ্টুপ মজুমদার ৪৭ বলে ১৯, শাহবাজ আমেদ ২৬ বলে ১৫ ও সুমন্ত গুপ্ত ১৬ বলে ৯ রান করেন। শাকির হাবিব গাঁধী ১১ বলে ১ রানে অপরাজিত আছেন। তন্ময় বালোডা পেয়েছেন তিনটি উইকেট। আজ বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হল বাঁহাতি স্পিনার বিকাশ সিংহের।










