Explore
Tv9 Bangla
Today In India
জানুয়ারির শেষেই শুরু গরমের খেলা?
কলকাতা:
শীতের খেলা প্রায় শেষ। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রবিবার ও আগামীকাল সোমবার রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। খুব ভোরের দিকে প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। সঙ্গে গরমও কিছুটা বেড়ে যাবে। উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আরও একটি নতুন ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই মূলত আবহাওয়ার এই রদবদল বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪১ থেকে ৯৫ শতাংশের মধ্যে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে কুয়াশার দাপট তুলনামূলক বেশি থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ১১ থেকে ১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করলেও দিনভর শীতের দাপট খুব একটা থাকবে না বলেই মনে করছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সোমবার সকাল পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি করা থাকছে। বিশেষ করে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে দৃশ্যমানতা অনেকটাই কম থাকতে পারে। পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির আশেপাশে থাকলেও উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের হাওয়া মোটের উপর এমনটাই থাকবে। তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না।
More stories you might like
Tv9 বাংলা
Weather Update: উত্তরবঙ্গে ঘুরে যাচ্ছে আবহাওয়ার খেলা, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন হাওয়া কেমন থাকবে?
Tv9 বাংলা
West Bengal Weather: কাশ্মীরের ‘কাঁটা’-তে জানুয়ারিতেই ‘শীতঘুমে’ চলে গেল বাংলার শীত?
Tv9 বাংলা
Nabanna: কেমন চলছে রাজ্যের প্রকল্পগুলির কাজ? খতিয়ে দেখতে এদের ঠিক করল নবান্ন
Tv9 বাংলা
Cooch Behar: লরিটা সবমাত্র উঠেছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ! ভয়ঙ্কর ঘটনা বাংলায়
Tv9 বাংলা
New Rail Line: অবশেষে শোনা যাবে ঝমঝম শব্দ, সিউড়ি-আরামবাগ সহ ১৭৮ কিমি জুড়ে পাতা হবে স্বপ্নের রেলপথ
Tv9 বাংলা
Indian Railways: বাংলায় রেলপথ নিয়ে বড় আপডেট দিল রেলমন্ত্রক
ABP আনন্দ
Bengal SIR Row: অনুমতি ছাড়াই ৩ রোল অবজার্ভারকে "বদলি" ! গুরুতর অভিযোগে রাজ্যকে এবার চিঠি নির্বাচন কমিশনের
ABP আনন্দ
WOW Momo: ‘বাড়ি থেকে মাত্র ১০ কিলোমিটার, এখনও আসতে পারলেন না মমতা!’, নাজিরাবাদে দাঁড়িয়ে আক্রমণ শুভেন্দুর
ABP আনন্দ
Bengal SIR Hearing: SIR-শুনানির নোটিস হাতে নিয়ে লাইনে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন !
TV9 বাংলা
Election Commission: মুর্শিদাবাদে ৯ লক্ষ দম্পতির ঘরে আছে ৬ সন্তান, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কোথায় কত অসঙ্গতি?
AI Generated
This may include content generated using AI tools. Glance teams are making active and commercially reasonable efforts to moderate all AI generated content. Glance moderation processes are improving however our processes are carried out on a best-effort basis and may not be exhaustive in nature. Glance encourage our users to consume the content judiciously and rely on their own research for accuracy of facts. Glance maintains that all AI generated content here is for entertainment purposes only.