কলকাতা: ভারতের তো বটেই, তিনি আন্তর্জাতিক ক্রিকেটের কিংবদন্তি। ওয়ান ডে ক্রিকেটে বিশ্বরেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। এবার ডাক পেলেন এসআইআর শুনানিতে।
তিনি, ঝুলন
গোস্বামী (Jhulan Goswami)। ভারতের কিংবদন্তি ক্রিকেটার। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালকিন।এবার এসআইআর শুনানিতে তলব করা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে। ঝুলনের পরিবার সূত্রে খবর, ভোটার তালিকার নথিতে ঝুলনের বাবার নাম নিয়ে অসঙ্গতি রয়েছে। সেই কারণেই ডাক পড়েছে চাকদহ এক্সপ্রেসের।
জানা গিয়েছে, ঝুলন গোস্বামী এবং তাঁর দুই ভাইবোনকে নোটিশ পাঠানো হয়েছে। কারণ বিভিন্ন নথিতে তাঁদের বাবার নাম আলাদা আলাদা ভাবে নথিভুক্ত ছিল বলে জানা গিয়েছে। ঝুলনের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, কোথাও তাঁর বাবার নাম উল্লেখ ছিল 'নিশিথ রঞ্জন গোস্বামী', আবার কোথাও লেখা রয়েছে 'নিশিথ গোস্বামী'। এই অসামঞ্জস্যের কারণেই SIR শুনানিতে ডাকা হয়েছে ঝুলন এবং তাঁর দুই ভাইবোনকে।
তবে, ঝুলন হাজিরা দিতে পারেননি বলেই খবর। গত ২৭ জানুয়ারি ঝুলনকে শুনানিতে ডাকা হয়েছিল চাকদহে। কিন্তু উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL 2026) চলার জন্য তিনি রাজ্যের বাইরে। তাই তিনি হাজিরা দিতে পারেননি। তবে তাঁর দুই ভাইবোন শুনানিতে ছিলেন বলেই জানা গিয়েছে।










