কলকাতা: জন আব্রাহাম (John Abraham) চিরকালই স্বাস্থ্য সচেতন। বিভিন্ন সময়ে তিনি ফিটনেস সংক্রান্ত বিভিন্ন সচেতনতার কথা বলেছেন। জিম থেকে হামেশাই বিভিন্ন ছবি
শেয়ার করে নেন তিনি। তবে এ হেন জন আব্রাহামের হঠাৎ কী হল? সোশ্যাল মিডিয়ায় হঠাৎই জনের এমন কিছু ছবি ভাইরাল হয়েছে, যা দেখে কার্যত উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁরা মনে করছেন, প্রিয় অভিনেতা কী অসুস্থ? ওজন তো অনেকটাই কমিয়েছেন তিনি, পাশাপাশি ক্লিন শেভ করে ফেলেছেন। অর্থাৎ দাড়ি গোঁফ কামিয়ে ফেলেছেন জন। তাঁকে মূলত অনুরাগীরা চাপ দাড়িতে দেখেই অভ্যস্ত। তবে দাড়ি কামিয়ে তাঁকে অনেকটাই অন্যরকম দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই লুক ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন করছেন, জন কি অসুস্থ?
সোশ্যাল মিডিয়ায় জনের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি সাধারণ গোল গলা কালো টিশার্ট পরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন জন। ছবিতে স্পষ্ট জনের কাঁচা পাকা চুল। একেবারে পরিস্কার করে কামানো দাড়ি গোঁফ। স্পষ্টতই ওজন কমে গিয়েছে জনের অনেকটাই। অনেকেই এই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকে প্রশ্ন করেছেন, জন কী অসুস্থ? অনেকে আবার বলেছেন, 'একেবারে চেনাই যাচ্ছে না। কীভাবে এতটা বদলে গেলেন জন?' একজন লিখেছেন, 'মনে হচ্ছে অভিনেতা ওজন কমিয়েছেন। সেই কারণেই অভিনেতার মুখের চামড়া কুঁচকে গিয়েছে আর অসুস্থ দেখাচ্ছে তাঁকে।'
কাজের ক্ষেত্রে, শোনা যাচ্ছে, 'পাঠান'-এর পরে, সাজিদ খানের সঙ্গে একটি ছবির কাজ করার কথা ছিল জনের। এই ছবিতে জনের সঙ্গে দেখতে পাওয়ার কথা ছিল, নোরা ফতেহি (Nora Fatehi), শেহনাজ গিল (Shehnaaz Gill), রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh)-কে। তবে এই ছবিতে জনের চরিত্রে ছিল কমেডি চরিত্র। আর তাই, সেই ছবিতে কাজ করতে চাননি জন। আর সেই কারণেই ছবির কথা পায় পাকা হয়ে যাওয়ার পরেও সাজিদের সঙ্গে কাজ করতে চাইছেন না জন।
শুধু সাজিদ খানের এই ছবিটি নয়, জন নাকি ইয়ামলা পাগলা দিওয়ানা ২ (Awara Pagal Deewana 2) ছবিটিও করতে চাইছেন না যশ। সেই ছবিতেও কমিক চরিত্রে অভিনয় করার কথা ছিল জনের। সেই ছবিটিও করতে চাননি জন। তবে এর আগে একাধিকবার জন প্রমাণ করে দিয়েছেন, তিনি যথেষ্ট ভাল অ্যাকশন হিরো। ধুম-এর মতো একাধিক ছবিতে তিনি বার বার প্রমাণ করেছেন, পর্দায় অ্যাকশন দৃশ্য করতে তিনি যথেষ্ট সাবলীল। আর তাই, সম্ভবত কমেডি ছবি ছেড়ে অ্যাকশ ঘরানাতেই মন দিতে চাইছেন জন।














