হিন্দোল দে, কলকাতা : ফের কাজের দিনে মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বর থেকে বরানগরের মধ্যে মেট্রো চলাচল বন্ধ। সিগন্যাল সমস্যার দরুণ চলছে না ট্রেন। বরানগর থেকে ব্রিজি
পর্যন্ত চলাচল করছে মেট্রো। সকাল ৮.১৫ নাগাদ সিগন্যালে সমস্যা দেখা দেয়, খবর মেট্রো রেল সূত্রে। কাজের দিনে সাতসকালে এভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা। গন্তব্যে পৌঁছনোর জন্য যথেষ্ট নাকাল হতে হচ্ছে তাঁদের। কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হয়, সেটাই এখন দেখার। সিগন্যালিংয়ের ক্ষেত্রে ঠিক কী ধরনের সমস্যা দেখা গিয়েছে, তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।
বুধবার সকাল ৮.১৫ নাগাদ দক্ষিণেশ্বর এবং বরানগর এই দুই মেট্রো স্টেশনের মাঝে সিগন্যালে সমস্যা দেখা গিয়েছে বলে মেট্রো সূত্রে খবর। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কীভাবে সিগন্যাল সংক্রান্ত সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা যায় এবং পরিষেবা স্বাভাবিক করা যায়, সেদিকে নজর রাখছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত বরানগর থেকে ব্রিজি পর্যন্ত আপ এবং ডাউন লাইনে চলছে মেট্রো।














