সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: প্রথমে ভাঙচুর-তাণ্ডব-গ্রেফতার-তারপর জামিন পেয়ে জেলের বাইরে বেরোতেই বীরের সম্মান! পশ্চিমবঙ্গের রাজনীতির কি এটাই নতুন ট্রেন্ড?
এক সপ্তাহ আগে মুর্শিদাবাদের ফারাক্কায় যে ছবি দেখা গেছিল, উত্তর দিনাজপুরের ইটাহারে বুধবার ফিরল সেই ছবিই। ইটাহার হাইস্কুলের শুনানি কেন্দ্রের ভাঙচুরের ঘটনায় ধৃতরা জামিন পেতেই কার্যত বীরের সম্মান দিল তৃণমূল।
এমনকী, জামিন পাওয়া ২ তৃণমূল কর্মীর মাঝে দাঁড়িয়ে গলায় মালা পরে স্লোগান দিলেন তৃণমূলের স্থানীয় নেতাও। বললেন, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন SIR-এর বিরুদ্ধে লড়ছে, লড়বে।
SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে গত বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে ইটাহার। ইটাহার হাইস্কুলে শুনানি কেন্দ্রে চলে ব্যপক তাণ্ডব। সেই ঘটনায়, শুক্রবার স্থানীয় ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে ইটাহার থানা।
বিডিওর অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা, সহ একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা রুজু হয়। বুধবার রায়গঞ্জ আদালত থেকে জামিন পান আবুজার আকাশ ও আতাবুল হক নামে দুই তৃণমূল কর্মী। আর এরপরই তাঁদের মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় তৃণমূলের তরফে।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস সেলের সভাপতি মোশারফ হোসেন বলেন, 'ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে তারা ভাঙচুর করেছিল। সেক্ষেত্রে তারা পরবর্তীতে অ্যারেস্ট হয়েছে এবং মাননীয় বিচারপতি তাদের জামিন মঞ্জুর করেছেন। আমরা আইনকে সম্মান জানাই'।
এক সপ্তাহ আগে ফারাক্কাতেও দেখা গেছিল এই একই ছবি। ফারাক্কার BDO অফিসে SIR-এর শুনানি চলাকালীন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে চলে ভয়াবহ তাণ্ডব। ঘটনায় ৬ জন তৃণমূলের নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ!তাঁরা জামিন পাওয়ার পরই দলের তরফে বীরের সম্বর্ধনা দেওয়া হয়। গলায় ফুলের মালা পরিয়ে। ফুল ছুড়ে দেওয়া হয় ভাঙচুরের পুরস্কার। ফারাক্কার INTTUC-র ব্লক সভাপতি নিজে হাতে তাদেরকে মালা পরিয়ে দেন।










