নয়াদিল্লি: ইনস্টা থেকে হঠাৎ উধাও কিং কোহলি! ইনস্টাগ্রাম থেকে 'ভ্যানিশ' বিরাট কোহলির (Virat Kohli) অ্যাকাউন্ট। সার্চ করলে দেখা মিলছে না বিরাটের অফিসিয়াল
অ্যাকাউন্টের।
বৃহস্পতিবার, ২৯ নভেম্বর রাত থেকে হঠাৎই বন্ধ ভারতীয় মহাতারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টায় বিরাটের ফলোয়ার সংখ্যা ২৭ কোটি ৪০ লক্ষেরও বেশি। ভারতীয়দের মধ্যে বিরাটেরই ইনস্টা-ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। গোটা বিশ্বেও সবথেকে ফলোড অ্যাথলিটদের তালিকায় একেবারে শীর্ষের দিকে রয়েছেন কোহলি। আচমকা তাঁর অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় তাই স্বাভাবিকভাবেই তোলপাড় নেট দুনিয়ায়।
বিরাট, তাঁর ম্যানেজমেন্ট টিম বা ইনস্টাগ্রামের তরফে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। বিরাটের অ্যাকাউন্ট ইচ্ছাকৃত ভাবে বন্ধ করা হয়েছে, না সেটা কোনও প্রযুক্তিগত সমস্যার ফল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।










