কলকাতা: অনুমতি ছাড়াই ৩ রোল অবজার্ভারকে বদলি রাজ্যের, রাজ্যকে চিঠি কমিশনের। অশ্বিনী কুমার যাদব উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ইলেক্টোরাল রোল অবজার্ভার। রনধীর
কুমার, উত্তর ২৪ পরগনা ও কলকাতা উত্তরের রোল অবজার্ভার। স্মিতা পাণ্ডে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমের রোল অবজারভার। কমিনশনকে না জানিয়েই ৩ রোল অবজারভারকে বদলির অভিযোগ। অনুমতি ছাড়া রোল অবজার্ভারদের বদলি আইনবিরুদ্ধ, চিঠিতে বার্তা কমিশনের। বদলির নির্দেশ বাতিল করতে হবে, চিঠিতে নির্দেশ নির্বাচন কমিশনের।
[yt]https://youtu.be/B3D-pD_SkXA?si=aRr_MVSDxHT1ZkF7[/yt]
আরও পড়ুন, রাজ্যে নিতিন নবীন, শাহ সফরের আগে তীব্র কটাক্ষ কুণালের !










