বালি : এবার SIR শুনানিতে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। হাওড়ার বালি পঞ্চায়েতে SIR শুনানিতে সপরিবারে যান তৃণমূল নেতা। 'কারো কাগজপত্রে
ভুল-ত্রুটি নেই, তাও ডাক পড়েছে' বলে অভিযোগ তাঁর।
দেবাংশু বলেন, "দারুণ লাগছে। হেভি লাগছে। সবার যেরকম লাগছে, আমারও সেরকম লাগছে। ব্যাপারটা হচ্ছে, জানা ছিল আসবে। কিন্তু, কবে আসবে না আসবে বুঝতে পারছিলাম না। শেষমেশ এসেছে, ভালবাসার চিঠি। যাইহোক, হ্যাপি নিউ ইয়ার করতে ডেকেছে। আমরাও এসেছি। মুশকিলটা হচ্ছে, কোনও ভুল-ত্রুটি কিছু নেই। কারো কাগজপত্রে। আমার ডাক পড়েছে। আমার দিদির ডাক পড়েছে। আমার দিদির তরফে অথরাইজেশন লেটার নিয়ে আমার মা এসেছে। কারণ, দিদির সম্প্রতি হাত ভেঙে গেছে। কাকার ছেলে-মেয়েরা ডাক পেয়েছেন। কী কারণে ডাক পেয়েছে সত্যি আমরা জানি না। দেড় কোটি টার্গেট দেওয়া ছিল। সেটা পূরণ করতে হবে। শুভেন্দুবাবু দিয়ে রেখেছিলেন। ওটা পূরণ করতে হবে, তাই ডাকছে।"
SIR-এর শুনানিতে নোটিস পেয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক। সেই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পরিবারের ৮ সদস্যের নামও। সওকত মোল্লার দাবি, তাঁর ৯০ বছর বয়সি মাকে শুনানিতে ডাকা হয়েছে। ভাই, বোন, বৌদি, ভাইপোরাও নোটিস পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তৃণমূল বিধায়কের কথায়, "জ্ঞানেশ কুমারের কাছে প্রশ্ন, আপনার নিজের বাড়িতে যদি বৃদ্ধ মা-বাবা, যাঁদের বয়স ৯০, ৯৫, যদি থাকতেন, আপনি তাঁদের নোটিস পাঠাতে পারতেন? তাঁদের শুনানির লাইতে দাঁড় করাতে পারতেন? আমরা তীব্র নিন্দা করছি, ঠিক এইভাবে, সাধারণ মানুষকে যেভাবে হয়রান করা হচ্ছে, এই অসভ্য নির্বাচন কমিশনের আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি।" এর আগে SIR-শুনানিতে ডাক পেয়েছেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও।
SIR-এর শুনানি ঘিরে উঠে আসছে চূড়ান্ত হয়রানির বিভিন্ন ছবি। কোথাও অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে বয়স্কদের, আসছেন বিশেষভাবে সক্ষমরাও। কোথাও আবার রুজি-রোজগার ফেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হয়েছে লাইনে। সাধারণ মানুষের এই হয়রানির মধ্যে শুনানিতে ডাক পাচ্ছেন নেতা-মন্ত্রীদের মতো VVIP-রাও। শুনানির নোটিস পেয়ে দিনকয়েক আগে হাজিরা দেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। রবিবার দুপুর ২টো নাগাদ গিরিশ পার্কের কাছে কেশব অ্যাকাডেমিতে SIR-এর শুনানিকেন্দ্রে হাজিরা দেন শশী পাঁজা। কিন্তু মিনিট ১৫ পর বাইরে এসে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শ্যামপুকুরের তৃণমূল বিধায়ককে।











