কলকাতা: ভোটমুখী পশ্চিমবঙ্গে ফের পা রাখলেন অমিত শাহ (Amit Shah)। শুক্রবার বিজেপি রাজ্য নেতৃত্বর সঙ্গে বৈঠকের পর শনিবার সকাল ও বিকেলে জোড়া সাংগঠনিক সম্মেলন
করবেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সফরকে কটাক্ষ করেছে তৃণমূল ও কংগ্রেস।
বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, পশ্চিমবঙ্গের হাওয়ায় ভোটের গন্ধ স্পষ্ট। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রায় সব দলই। এর মধ্য়ে মাত্র ১ মাসের ব্য়বধানে ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গে তাঁর জোড়া কর্মসূচি রয়েছে। ব্যারাকপুরে কর্মিসম্মেলন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শিলিগুড়িতে সাংগঠনিক সভা করবেন।
এর আগে ভোটমুখী পশ্চিমবঙ্গে অমিত শাহর সফর ঘিরে রাজনীতির উত্তাপ যেভাবে বেড়েছে, এবারও তাই ফের ঘটতে চলেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগের বাংলা সফরেই লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন, 'বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে।'
যে দাবিকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, দুই-তৃতীয়াংশ পাব। দারুণ খেলা হবে এবার। ফাটাফাটি। এবারের খেলার নাম হবে 'ফাটাফাটি'।
নভেম্বরে বিহার জয়ের দিনই, খোদ নরেন্দ্র মোদি বুঝিয়ে দিয়েছিলেন, এবার তাঁর টার্গেট পশ্চিমবঙ্গ। সম্প্রতি একাধিকবার রাজ্য়ে এসে তা আরও স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী থেকে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
নরেন্দ্র মোদি বলেন, 'আমি বিহারে নির্বাচনে জয়ের পরই বলে দিয়েছিলাম, মা গঙ্গার আশীর্বাদে এবার বাংলাতেও বিকাশের গঙ্গা বইবে। আর বিজেপি এই কাজ করেই ছাড়বে।'
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেছেন, 'আজ পশ্চিমবঙ্গ কীভাবে এগোবে সেই চিন্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় করেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি দায়বদ্ধ।'
এই প্রেক্ষাপটে ফের রাজ্য়ে অমিত শাহ। শনিবার সকালে ব্যারাকপুরের আনন্দপুরী খেলার মাঠে কর্মি সম্মেলনে যোগ দেবেন।
বিকেলে বাগডোগরার গোশালানপাড়ায় সাংগঠনিক সভা করবেন।
যদিও অমিত শাহর রাজ্য় সফরে গুরুত্ব দিচ্ছে না কোনও দলই। রাজ্যের পুরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেছেন, 'অমিত শাহ আসবেন, যাবেন। কিছু যায় আসে না। ফন্দি করবেন। টিকবে না ফন্দি, কোনও ফন্দি বাংলায় টিকবে না। ফন্দি টিকেছিল মহারাষ্ট্রে, ফন্দি টিকিয়েছে দিল্লিতে, ফন্দি টিকিয়েছে হরিয়ানায়, সব জায়গা ফন্দি টিকিয়ে, বিহারে ফন্দি টিকিয়েছে। কিন্তু বাংলায় টিকবে না, কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা ব্যানার্জি।'
কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, 'পশ্চিমবঙ্গে আগে যখন নির্বাচন হয়েছে তখনও নরেন্দ্র মোদি এসেছে, অমিত শাহ এসেছে, তাবড় তাবড় নেতারা এসেছে। এখনও আসবে, আগামীদিনে আরও বেশি আসবে।'
শনিবার জোড়া কর্মসূচি থেকে অমিত শাহ কী বার্তা দেন, সেদিকেই সবার নজর।










