আবির দত্ত, কলকাতা : অনলাইনে হোটেল বুকিং করা এখন অনেকেরই পছন্দ। কিন্তু অনলাইনে জালিয়াতির খপ্পরেও পড়ছেন বহু মানুষ। সম্প্রতি ভুয়ো ওয়েবসাইট খুলে হোটেল বুকিংয়ের
নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ মহারাষ্ট্র নিবাসী হুজাইফা শাব্বির দরবার নামে এক ব্যক্তিকে পাকড়াও করেছে।
ঘটনাটি কী?
পুলিশ সূত্রে খবর, এর আগে পুরী হোটেলের বুকিংয়ের জন্য একটি ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে প্রায় ৪ হাজার টাকা দিয়েছিলেন কলকাতার এক বাসিন্দা। অভিযোগ, টাকা নেওয়ার পর কোনও বুকিং কনফার্মেশন না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় তাঁর সঙ্গে। সঙ্গে সঙ্গে তিনি NCRP পোর্টাল ও স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে খোঁজ মেলে ভুয়ো ওয়েবসাইটটির। এরপরই, মঙ্গলবার পুণে থেকে ভোররাতে গ্রেফতার করা হয় হুজাইফা শাব্বির দরবার নামে ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে সবটা স্বীকার করে সে।
কী কী অভিযোগ ?
অভিযোগ, দেশের একাধিক নামী হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা করা হত। এইভাবে মোট ৮৩ জন ভুক্তভোগীর থেকে প্রায় ১৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে এই চক্রের জাল আর কতদূর ছড়িয়ে, তা খতিয়ে দেখছে পুলিশ।










