অরিন্দম সেন, আলিপুরদুয়ার : চিতাবাঘের (Cheetah) হামলায় আহত আট গ্রামবাসী, ঘাতক চিতাবাঘটিকেও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর ।
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা
থানার ধনিরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও এলাকায় সোমবার বিকালে ঘটনাটি ঘটে বলে বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে । দিনের আলোয় চিতাবাঘের একের পর এক হামলায় জখম হয়েছে প্রায় ৭, ৮ জন গ্রামবাসী । খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় । অভিযোগ, ততক্ষণে চিতাবাঘের হামলায় জখম হয়ে পড়েছেন সাত বা আট জন গ্রামবাসী । পুলিশ জখমদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে । সব মিলিয়ে চাঞ্চল্য গোটা এলাকায়।
কিন্তু চিতাবাঘের হামলায় একের পর এক এলাকার মানুষ জখম হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতাও । অভিযোগ, ক্ষিপ্ত জনতা চিতাবাঘটিতে তাড়া করতে শুরু করে । ততক্ষণে বন দফতরের জলপাইগুড়ি বিভাগের দলগাঁও রেঞ্জের আধিকারিক ও কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে যান । তাদের একটি দল চিতাবাঘটিকে জনতা যেদিকে ধাওয়া করে নিয়ে যায়, সেদিকে ছুটে যান । কিন্তু তাঁরা সেখানে পৌঁছে দেখেন চিতাবাঘটি মৃত অবস্থায় পড়ে রয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক বন দফতরের এক আধিকারিক জানান, সেই সময় চিতাবাঘটির মৃতদেহকে ঘিরে জনতার ভিড়ে অনেকের হাতেই লাঠিসোটা দেখা গিয়েছিল । ক্ষুব্ধ জনতা ঘাতক লেপার্ডকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা যাচ্ছে । ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে । লেপার্ডের হানায় জখমদের বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ডিএফও জলপাইগুড়ি ভি ভিকাশ জানান, আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর গ্রামে একটি চিতাবাঘ ঢুকে পড়েছিল । সাত আট জনকে আহত করেছে চিতাবাঘ, তাঁদের ভর্তি করা হয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে । একটি চিতা বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এলাকা থেকে । চিতাবাঘটিকে ইচ্ছাকৃত পিটিয়ে মারা হয়েছে, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে । "










