কল্যাণী: ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ফর্ম্যাটে ভক্তদের হতাশ করেছে বাংলা । তবে লাল বলের ক্রিকেটে ছন্দ ধরে রাখল লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল । কল্যাণীর
বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সার্ভিসেসকে চূর্ণ করে বোনাস সহ ৭ পয়েন্ট পেল বাংলা (Bengal vs Services) । সেই সঙ্গে রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অভিমন্যু ঈশ্বরণরা ।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে অপরাজেয় থেকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা । কল্যাণীতে রবিবার, ম্যাচের চতুর্থ দিনে খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইনিংস ও ৪৬ রানে সার্ভিসেসকে উড়িয়ে দিল অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দল । চলতি রঞ্জি ট্রফিতে এটি বাংলার চতুর্থ জয় ।
তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে সার্ভিসেসের স্কোর ছিল ৬১ ওভারে ৮ উইকেটে ২৩১ রান । আজ তাদের ইনিংস শেষ হয় ৭৫ ওভারে ২৮৭ রানে । জয়ন্ত গয়াত অপরাজিত থাকেন ৬৮ বলে ৬৮ রান করে । এদিন সার্ভিসেসের শেষ উইকেট দুটি তুলে নেন বাঁহাতি স্পিনার শাহবাজ আমেদ ও পেসার আকাশ দীপ ।
View this post on Instagram
মহম্মদ শামি আজ আর বোলিং করেননি । তবে দ্বিতীয় ইনিংসে আগুন ঝরিয়েছেন । তাঁর বোলিং পরিসংখ্যান ১৬ ওভারে ৩ মেডেন সহ ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট । মুকেশ কুমার ৫টি মেডেন সহ ১৭ ওভারে ৫৬ রান খরচ করে পেলেন ২ উইকেট । সুরজ সিন্ধু জয়সওয়াল, আকাশ দীপ ও শাহবাজ পেয়েছেন ১টি করে উইকেট । ম্যাচের সেরা হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় । যিনি ঝকঝকে ডাবল সেঞ্চুরি করেছিলেন ।
বাংলার গ্রুপ পর্বের শেষ ম্যাচ লাহলিতে । প্রতিপক্ষ হরিয়ানা । কোয়ার্টার ফাইনাল পর্ব নিশ্চিত হলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই নামবে এলিট গ্রুপ সি-র শীর্ষে থাকা বাংলা (৬ ম্যাচে ৩০ পয়েন্ট) । শোনা যাচ্ছে, এবার লাহলিতে বরাবরের গতিসম্পন্ন রিচ নয়, বরং স্পিন সহায়ক উইকেট হয়েছে । সেই ম্যাচে বাংলা একাদশে যে পরিবর্তন আনবে, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন অধিনায়ক অভিমন্যু । শোনা যাচ্ছে, শামিকে সেই ম্যাচে নাও খেলানো হতে পারে । বাড়ানো হতে পারে স্পিনারের সংখ্যা ।














