কলকাতা: শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) সঙ্গে বারে বারেই বিতর্কে জড়িয়ে গিয়েছে সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)-র নাম। সমীর ওয়াংখেড়ে হলেন
সেই প্রাক্তন এনসিবি আধিকারিক, যিনি মাদক রাখার অপরাধে শাহরুখ পুত্রকে অভিযুক্ত ও গ্রেফতার করেছিলেন। পরবর্তীকালে অবশ্য কোনও প্রমাণ না পাওয়ার কারণে বেকসুর ছাড়া পেয়ে যান আরিয়ান। এরপরে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হয় সমীর ওয়াংখেড়েকেও। তবে এই ঘটনার বেশ কয়েক বছর পরে, আরিয়ান খানের নতুন কাজ, 'দ্য ব্যাড্স অফ বলিউড' নিয়ে আপত্তি জানিয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। তাঁর দাবি ছিল, খুব পরিকল্পিতভাবে, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই সিরিজ তৈরি করা হয়েছে। এই মর্মে তিনি আদালতে মামলা পর্যন্ত দায়ের করেছিলেন। আর আজ, এই মামলা পত্রপাঠ খারিজ করে দিল দিল্লি আদালত।
শাহরুখ খানের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। শাহরুখ খান ও আরিয়ান খানের নামে মামলা পর্যন্ত করেছিলেন তিনি। তবে সেই মামলা দিল্লি আদালত থেকে খারিজ করে দেওয়া হয়েছে। এদিন, বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই মামলা সম্পর্কে বলেছেন, এই মামলাটি শুনানির উপযুক্ত জায়গা এই দিল্লি হাই কোর্ট নয়। আদালতের তরফ থেকে আবেদনটি ফেরত দিয়ে বলা হয়েছে, মামলাটি গ্রহণের এক্তিয়ার তাদের নেই। এদিন বিচারপতি আরও বলেন, 'উপযুক্ত আদালতে যাওয়ার জন্য অভিযোগকারীর কাছে আবেদনটি ফেরত পাঠানো হচ্ছে। তাঁর যাবতীয় আবেদন খারিজ করা হল।'
এর আগেও, 'দ্য ব্যাড্স অফ বলিউড' নিয়ে সর্বসমক্ষে ক্ষোভ উগরে দিয়েছিলেন সমীর। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ়' থেকে দাবি করা হয়েছিল, এই সিরিজটি 'স্যাটায়ার'। তবে তা মানতে নারাজ সমীর ওয়াংখেড়ে। এই সিরিজ মুক্তির পরে, প্রথমেই সমীর ওয়াংখেড়ে একটি মানহানির মামলা করেছিলেন। তিনি বলেছিলেন, এই সিরিজে ইচ্ছা করে সরকারি আধিকারিকদের জায়গাটাকে নিচু করে দেখানো হয়েছে। নেটাগরিকেরা আবার অনেক সময়েই বলেছেন, সমীর ওয়াংখেড়ের আদলে যে চরিত্রটিকে সিরিজে নির্মান করা হয়েছে, তাঁর চেহারার সঙ্গে সমীর ওয়াংখেড়ের মিল পর্যন্ত রয়েছে। তবে এখনও পর্যন্ত এই মামলার ও কোনও নিষ্পত্তি হয়নি। এরপরে, 'দ্য ব্যাড্স অফ বলিউড'-এ তাঁকে ইচ্ছাকৃতভাবে ব্যঙ্গ করা হয়েছে, এই দাবিতে ২ কোটি টাকা মানহানির মামলা দায়ের করেছিলেন সমীর। তা আজ বাতিল করে দিল দিল্লি আদালত।










