Republic Day: ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতে আসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও
কোস্টা এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন (Ursula von der Leyen) ভারতে আসছেন তিনদিনের সফরে। ২৬ জানুয়ারী ভারতের প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে বর্নাঢ্য অনুষ্ঠানের। ২৫, ২৬, ২৭ জানুয়ারি - তিনদিনের সফরে আসছেন ইউরোপীয়ান ইউনিয়নের নেতারা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে যে উদযাপন হতে চলেছে, সেই উৎসবে যোগ দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে আসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এর পাশাপাশি বিদেশ মন্ত্রকের (MEA) তরফে এও জানানো হয়েছে যে, ৭৭তম প্রজাতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের এই দুই নেতাই উপস্থিত থাকবেন চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি হিসেবে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজের আয়োজন, বিদেশ থেকে অতিথিদের আগমন ভারতের ক্ষেত্রে নতুন ঘটনা নয়। এবার সেই বিশেষ অনুষ্ঠানেই আসতে চলেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এর পাশাপাশি আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সামিট। সেই বৈঠকেও যোগ দেবেন ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন (Ursula von der Leyen), এমনটাই জানা গিয়েছে। বিদেশ মন্ত্রকের (MEA) তরফে জানানো হয়েছে, তিনদিনের এই ভারত সফরে প্রেসিডেন্ট কোস্টা এবং প্রেসিডেন্ট ভন ডের লিয়েন সাক্ষাৎ করবেন মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও। এছাড়াও প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে আলোচনাও করবেন বিভিন্ন বিষয়ে। ভারত এবং ইউরোপীয়ান সামিটের পাশাপাশি একটি ভারত-ইউরোপীয়ান ইউনিয়ন বিজনেস ফোরামও তৈরির সম্ভাবনা রয়েছে এই সফরের সময়ে।
১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতে সংবিধান গৃহীত হয়েছিল। সেই দিনটিকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করেন দেশবাসী। ভারতে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানের মধ্যে এই প্রজাতন্ত্র দিবস অন্যতম গুরুত্বপূর্ণ। এবার সেই অনুষ্ঠান উদযাপনের জন্যই ভারতে আসছেন ইউরোপীয়ান ইউনিয়নের নেতৃত্ব। ভারত এবং ইউরোপীয়ান ইউনিয়ন ২০০৪ সাল থেকে 'স্ট্র্যাটেজিক পার্টনার'। বিভিন্ন বিষয়ে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশীদার হিসেবে কাজ করে ভারত এবং ইউরোপীয়ান ইউনিয়ন। জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের প্যারেড অর্থাৎ কুচকাওয়াজ হবে রাজধানী দিল্লির কর্তব্য পথে। থাকবে বিভিন্ন ট্যাবলোর প্রদর্শনী এবং সশস্ত্র বাহিনীর তাক লাগানো অনুষ্ঠানও। প্রতি বছরের মতোই এবারও ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জমজমাট অনুষ্ঠান।
তথ্য সূত্র- আইএএনএস














