ত্রিনিদাদ ও টোব্যাগো: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ় । যাদের টুর্নামেন্টে প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে । সেই ইডেন গার্ডেন্স,
যে মাঠে ২০১৬ সালে রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্যারিবিয়ানরা । বেন স্টোকসের শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কার্লোস ব্রেথওয়েটের রূপকথার ইনিংস এখনও লোকের মুখে মুখে ফেরে ।
৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ । কিন্তু তারা বিশ্বকাপ না খেলায় ৭ ফেব্রুয়ারি ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রতিপক্ষ স্কটল্যান্ড । সেই ম্যাচের জন্য, গোটা টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ় । উল্লেখযোগ্য হল যে, দলে ফেরানো হল প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারকে ।
দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে শাই হোপকে । চোটের কারণে দলে জায়গা পাননি এভিন লুইস ও আলজ়ারি জোসেফ । তবে ভয়ঙ্কর ফাস্টবোলার শামার জোসেফ রয়েছেন দলে । গ্রুপ সি-তে ইংল্যান্ড, স্কটল্যান্ড, নেপাল ও ইতালির সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় । ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা ।
2-time World T20 champions, West Indies, reveal their squad for the upcoming ICC Men’s T20 World Cup 🔥
— Star Sports (@StarSportsIndia) January 26, 2026
ICC Men's #T20WorldCup 2026 👉 Starts FEB 7 pic.twitter.com/ntUD2qOTq9
জেসন হোল্ডার ও শামার জোসেফের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন ম্যাথিউ ফোর্ড ও জেডেন সিলেস । স্পিন বিভাগের নেতৃত্বে রয়েছেন আকিল হোসেন । এর সঙ্গে আছেন রস্টন চেজ় ও গুদাকেশ মোতি ।
টি-২০ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ় দল (West Indies Squad for the ICC T20 World Cup)
শাই হোপ (অধিনায়ক)
জনসন চার্লস
রস্টন চেজ়
ম্যাথু ফোর্ডে
শিমরন হেটমায়ার
জেস হোল্ডার
আকিল হোসেন
শামার জোসেফ
ব্র্যান্ডন কিংগ
গুদাকেশ মোতি
রোভম্যান পাওয়েল
শেরফান রাদারফোর্ড
কোয়েন্টিন স্যাম্পসন
জেডেন সিলস
রোমারিও শেফার্ড
প্রধান কোচ
ডারে সামি
View this post on Instagram










