কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় কার্যত নড়ে গিয়েছিল গোটা নেটদুনিয়া। কেবল একাট পোস্ট দেখে। সিনেমার গান আর গাইবেন না জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)।
গতকাল সন্ধেয় এই পোস্ট প্রকাশ্যে আসতেই কার্যত আবেগের বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণ ছিল এতটাই যে, এরপরেই অরিজিৎ ফের পোস্ট করে জানান যে, তিনি গান ছাড়ছেন না। কেবল সিনেমার গান গাইবেন না। তবে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই ভাগ করে নিচ্ছেন যে, অরিজিৎ সিংহের গানের সঙ্গে তাঁদের কতটা আবেগ জড়িয়ে রয়েছে।
আর এই পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে বিরাট কোহলি (Virat Kohli)-র পুরনো একটি পোস্ট। ২০১৬ সালে করা এই পোস্টটি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে কোহলি অরিজিৎ সিংহের ভূয়সী প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় কোহলি লিখেছিলেন, 'আমি বোধহয় অরিজিৎ সিংহের সবচেয়ে বড় অনুরাগী। ওর গলা আমার হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, আমি আপ্লুত। ওঁর গলার বিবরণ দেওয়ার জন্য সত্যিই আমার কাছে কোনও ভাষা নেই।' এই ট্যুইটে এটাও বলা হয় যে, শুধু সিনেমা নয়, সিনেমার বাইরের দুনিয়াকেও প্রভাবিত করেছেন অরিজিৎ সিংহ।
অরিজিৎ সিংহ যে আর সিনেমার গান গাইবেন না, এটা ঘোষণা হওয়ার পরেই, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল হয়ে যায় বিরাট কোহলির পুরনো এই পোস্ট। অরিজিৎ সিংহের সদ্য নেওয়া সিদ্ধান্ত নিয়ে বিরাট কোহল্ কোনও কথা না বললেও, তিনি যে অরিজিৎ সিংহের অনুরাগী, তা জানিয়েছিলেন তিনি।
আজ, সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন চিন্ময়ী শ্রীপদ। অরিজিতের সঙ্গে একাধিক কাজ করেছেন তিনি। সঙ্গীতশিল্পীর মধ্যে কী কোনও পরিবর্তন লক্ষ করেছিলেন চিন্ময়ী? সঙ্গীতশিল্পীর কথায়, 'প্রীতস স্যারের সঙ্গে রেকর্ডিংয়ের সময় অরিজিতের সঙ্গে আমার প্রথম দেখা, আলাপ। অরিজিৎ কথায় কথায় বলেছিলেন, বলিউডে তাঁর আধিপত্য.. এই সমস্ত কিছু থেকে দূরে সরে যাবেন তিনি। সেই সময়ে 'তুম হি হো' মুক্তি পায়নি। ওঁর সঙ্গে আমি একাধিক কাজ করেছি। সবচেয়ে জনপ্রিয় গায়ক হয়েও, ওর মধ্যে কোনও পরিবর্তন দেখিনি।'
চিন্ময়ী শ্রীপদ আরও বলেন, 'অরিজিৎ সিংহ শুধু একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পীই নয়, উনি একজন মিউজিশিয়ান, পরিচালক.. আরও কত কী! আমি একটা কথাই বলতে পারি, উনি এমন একজন মানুষ, যিনি আধ্যাত্মবাদের খুব কাছাকাছি থাকা একটা মানুষ। ওর সঙ্গে যাঁরা কাজ করেছেন, যাঁরা বুঝেছেন, তাঁরা জানেন, ওঁর সঙ্গে কাজ করা যেন ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাওয়া।'










