পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : টালিগঞ্জ ফাঁড়িতে উত্তেজনা। অটো চালকদের সঙ্গে ব্যবসায়ীদের হাতাহাতি। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের টালিগঞ্জ ফাঁড়ি অবরোধ। এর জেরে টালিগঞ্জ-বেহালা
রুটে বন্ধ রয়েছে অটো চলাচল। ফলে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অটো চালকদের ইউনিয়ন অফিস সারাতে গেলে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। চারু মার্কেট থানায় দু'পক্ষকে মিটমাটের জন্য ডাকা হলেও বৈঠক ব্যর্থ।
বিস্তারিত...
অটো চলাচল বন্ধ রয়েছে গতকাল থেকেই। অভিযোগ, দুই ব্যবসায়ীর সঙ্গে অটো চালকদের গন্ডগোল হয়েছে। অটো চালকদের দাবি, তাঁরা ইউনিয়ন অফিস সংস্কারের কাজ করছেন। সেটা করতে গেলে দুই ব্যবসায়ী শেড করে দিতে বলছেন। যাতে তাঁরা রাজি নন। তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। যার জেরে বন্ধ রয়েছে অটো চলাচল। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
অটো ইউনিয়নের এক নেতা বলেন, "মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের জন্য অটো ফ্রি করি। কিন্তু, এখন অটো বন্ধ আছে। সমাধান হয়ে যাক। তারপর অটো চলবে। নেতৃত্ব একটা সিদ্ধান্তে এসেছে। আমি যাচ্ছি। কথা বলব।একটাই সমস্যা, আমাদের অফিস ছিল। মেরামত করছিলাম। ওঁদের বক্তব্য, পুরো টিনের শেড করে দিতে হবে। আমার তো সেই ক্ষমতা নেই। এত বড় টিনের শেড দিতে পারি ? এটাই কথা। যে ইউনিয়ন অফিসটা বানাব এখানে কি আমার মা-বোন থাকবে ? আমরা অটো চালাচ্ছি। ওঁরা এসে লোহা নিয়ে শেড করতে যাচ্ছেন। বলছি, কেন এটা করছেন ? কথা তো হয়নি। আগে তো কথা। আমাদের ছেলেরা রেগে যাচ্ছে। একটা কথা এখনও বলছি, কারো পেট মারতে চাইছি না। ওঁরা দোকানদারি করুক। কিছুক্ষণ পরেই অটো চলাচল চালু করে দেব। আমরা যাদবপুর-তারাতলা চালু রেখেছি। এখান থেকে বন্ধ আছে ৭৫, ১১৯,৭১ অর্থাৎ তারাতলা-বেহালা-রবীন্দ্র সরোবর।"
ইউনিয়নের অপর একজন বলেন, "বহিরাগত নিয়ে এসেছে। অনেক ছেলে নিয়ে এসেছে। যারা আমাদের ওয়ার্ডে থাকে না। এই ওয়ার্ডের ছেলে না। বাইরে থেকে অনেক ছেলে নিয়ে এসে এখানে ঝামেলা করেছে। পথ অবরোধও করেছে।"














