প্রদ্যোৎ সরকার, নদিয়া : ফের সরস্বতী পুজো ঘিরে ধুন্ধমার পরিস্থিতি। ইটবৃষ্টি, মারামারি, পুলিশের লাঠিচার্জ, বাদ গেল না কিছুই। রবিবার অনেক ক্লাবই সরস্বতী পুজোর
বিসর্জন করেছে। এদিন সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে নদিয়ার কৃষ্ণনগর। কোতোয়ালী থানার পুলিশের সামনেই ঘটে গেল চরম অপ্রীতিকর ঘটনা।
রবিবার কৃষ্ণনগরের দুই ক্লাবের সদস্যদের মধ্যে সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে বাদানুবাদ ঘটে। এর বিবাদ মুহূর্তে বদলে যায় মারামারিতে। শুরু হয়ে যায় ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ।
বিসর্জনের শোভাযাত্রায় অশান্তি
রবিবার রাতে সরস্বতী বিসর্জনের শোভাযাত্রা ছিল কৃষ্ণনগরে। জলঙ্গি নদীতে বিসর্জন চলছিল। কোতোয়ালী থানা সংলগ্ন এলাকায় ষষ্ঠীতলা বারোয়ারি ও গেট রোড বারোয়ারি ক্লাবের মধ্যে মারপিট বেধে যায়। এরপরে শুরু হয় ইটবৃষ্টি। প্রায় ৪০ মিনিটের জন্য বিসর্জন স্তব্ধ হয়ে যায়।আতঙ্কে প্রতিমা ফেলে পালান একাধিক ক্লাবের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের শুরু হয় বিসর্জন। অশান্তি পাকানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়।
দিনহাটা কলেজে ছাত্র সংঘর্ষ
সরস্বতী পুজোর দিন দু'দল ছাত্রের সংঘর্ষে সরস্বতী পুজোয় রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটা কলেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয়ট পুলিশবাহিনী ও RAF। শুক্রবার দিনহাটা কলেজে সরস্বতী পুজো চলাকালীন সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ছাত্র গোষ্ঠী। কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে দু'দল ছাত্র গন্ডগোলে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা থানার IC ও SDPO-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ১ ছাত্রকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।










