ভূস্বর্গ সত্যিই যেন ভয়ঙ্কর। প্রকৃতির রুদ্রমূর্তি দেখছে জম্মু - কাশ্মীর। জম্মু-কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র সোনমার্গে একটি রিসর্টকে তছনছ করে দিল এক ভয়ঙ্কর তুষারধস।
মঙ্গলবার (২৭শে জানুয়ারি ২০২৬) গভীর রাত তখন। উপত্যকা নিঃশব্দ। এমন সময় রাক্ষুসে গতিতে চলে এল এক তুষারের-ঢেউ। ভয়াল তার গতি। তীব্র গতিতে আছড়ে পড়ল জম্মু-কাশ্মীরের এক রিসর্টের উপর। তার অভিঘাতে কার্যত ধুয়ে মুছে গেল রিসর্টটি। প্রকৃতির এই ভয়ঙ্কর কাণ্ডের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গায়ে কাঁটা দেওয়া এই ভিডিও দেখে ছড়িয়েছে আতঙ্ক। এই ভয়ঙ্কর ধাক্কার পর ওই রিসর্টে থাকা কারও বেঁচে থাকার কথা নয় !
তবে স্বস্তির বিষয় একটাই, প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কাশ্মীর উপত্যকায় লাগাতার কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছেই। জনজীবন আগে থেকেই বিপর্যস্ত। বারবার সতর্কতা জারি করা হচ্ছে। তাই সম্ভবত এই রিসর্টে পর্যটক ছিল না।
মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় রাত প্রায় ১০:১২ মিনিটে আসে এই তুষারধস । এলাকার CCTV ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ানক ছবি। মনে হচ্ছে, পাহাড় থেকে ভেঙে নেমে আসা বরফের বিরাট দেওয়াল। কয়েক সেকেন্ডের মধ্যে তা অনেকগুলো বাড়িঘর তছনছ করে দিচ্ছে। ভিডিও সামনে আসার পর স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
VIDEO | An avalanche hit Sonamarg tourist resort in Jammu and Kashmir late Tuesday night, but there was no loss of life, officials said.
They said the avalanche hit Sonamarg resort in central Kashmir's Ganderbal district at 10.12 pm on Tuesday.
The massive avalanche was caught… pic.twitter.com/Dw5Dl9FCDp— Press Trust of India (@PTI_News) January 27, 2026
কীভাবে ঘটল তুষারধস, এর কারণ কী?
কর্তৃপক্ষের মতে, লাগাতার ভারী তুষারপাতের কারণে পাহাড়ের উপর জমে থাকা বরফের বিরাট চাঁই ভেঙে হঠাৎ করে নিচে নেমে আসে। সোনমার্গ প্রায় ২,৭০০ মিটার উচ্চতায় অবস্থিত । তুষার ধসে এখানে যদিও যে বাড়িগুলোর ক্ষতি হয়েছে, সেগুলো হয় খালিই ছিল অথবা প্রশাসনের পক্ষ থেকে আগেই সতর্কতামূলকভাবে খালি করে দেওয়া হয়েছিল, যার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
ভারী তুষারপাতে কাশ্মীরে পরিস্থিতি খারাপ
সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী তুষারপাতের কারণে কাশ্মীরে রাস্তাঘাট অধিকাংশই বন্ধ। বিদ্যুৎ সরবরাহও অনেকাংশে বিপর্যস্ত। স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক NH-44 বরফ জমার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। কাজিগুন্ডের কাছে নবযুগ টানেল এবং বানিহাল সেক্টরে পরিস্থিতি সবচেয়ে খারাপ বলেই সূত্রের খবর। এর জেরে শয়ে শয়ে যানবাহন আটকে পড়েছে, যার মধ্যে জরুরি পণ্য বোঝাই ট্রাকও রয়েছে।
শ্রীনগর বিমানবন্দরে সব উড়ান বাতিল
খারাপ আবহাওয়ার জন্য বিমান চলাচলও বিপর্যস্ত। শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৮টি উড়ান বাতিল করা হয়েছে। রানওয়েতে ঢাকা পুরু বরফে। শত শত পর্যটক বিমানবন্দর এবং হোটেলগুলোতে আটকে পড়েছেন। স্থানীয় প্রশাসন এবং হোটেল সংস্থা পর্যটকদের সহায়তা করতে লেগেছে।
১১টি জেলায় তুষারধসের সতর্কতা জারি
JKUTDMA ১১টি জেলায় তুষারধসের সতর্কতা জারি করেছে। গান্দেরবাল জেলায় ২,০০০ মিটারের বেশি উচ্চতার এলাকাগুলিতে ‘হাই ডেঞ্জার’ তুষারধসের সতর্কতা জারি করেছে। অনন্তনাগ, বান্দিপোরা, বারামুলা, কুলগাম, কুপওয়ারা, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ, রাজৌরি এবং রামবান জেলাগুলিতে ‘মিডিয়াম ডেঞ্জার’ তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে।














