কলকাতা: নাজিরাবাদের ঘটনাস্থল ও তার আশপাশের ১০০ মিটারের মধ্যে ৫ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করল প্রশাসন। আজ নাজিরাবাদে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ২০ জন বিধায়ককে
নিয়ে ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। ঘটনাস্থল পরিদর্শনের পরে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করার কথা রয়েছে তাঁর। তার আগে বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করল প্রশাসন। নাজিরাবাদের ঘটনাস্থলে জমায়েত হলে তথ্য, প্রমাণ নষ্ট হতে পারে এবং সাধারণ মানুষের অসুবিধা হতে পারে বলে মনে করছে পুলিশ।
[yt]https://youtu.be/W-iCuI6USqA?si=2okITgVUY2CQ6sZo[/yt]
আরও পড়ুন, "অভিভাবকদের না জানিয়েই সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের"! গুরুতর অভিযোগ প্রকাশ্যে










