What is the story about?
কলকাতা: পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নিতে নির্দেশ। পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নিতে নির্দেশ নির্বাচন কমিশনের। ট্রেনিং নিতে নির্দেশ হাওড়ার
পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকেও। SIR নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল এবং রাজ্য় সরকারের সংঘাত-আবহে নির্দেশ ঘিরে জল্পনা। এবছর পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে ভোট।
[yt]https://youtu.be/j_Hoc7bdWCQ?si=dvXiR4XZpsjTezPv[/yt]
আরও পড়ুন, নাজিরাবাদে ৫ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করল প্রশাসন, আজই ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু













