নন্দীগ্রাম: নন্দীগ্রামে ২-এর রানিচক সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শুভেন্দু অধিকারীর গড়ে রানিচক সমবায় সমিতির নির্বাচনে ২৭টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস
সমর্থিত প্রার্থীরা। ১৮টি আসনে জয় পেল বিজেপি সমর্থিত প্রার্থীরা। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের রানিচক সমবায় সমিতির নির্বাচন ঘিরে রাত থেকেই শুরু হয় সংঘর্ষ। তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি।
[yt]https://youtu.be/P7vZYk0BG7g?si=A_gC1AsghZyW8ghZ[/yt]
আরও পড়ুন,"কমিশন মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত", জাতীয় ভোটার দিবসে নিশানা মুখ্যমন্ত্রীর










