What is the story about?
কলকাতা: বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বলতম নক্ষত্র। উঠতি কলাকুশলীদের কাছে যেমন অভিভাবক, তেমনই সকলের কাছে তিনি 'বুম্বাদা'ও। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার
পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। ২০২৬ সালের 'পদ্ম পুরস্কার' প্রাপকদের তালিকায় নাম রয়েছে তাঁর। প্রসেনজিৎকে 'পদ্মশ্রী' সম্মান দেওয়া হচ্ছে। (Prosenjit Chatterjee)
প্রজাতন্ত্র দিবসের আগে ‘পদ্ম পুরস্কারে’র ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সাহিত্য, ক্রীড়া, চারুকলা, বিজ্ঞান, চিকিৎসা, শিক্ষা, সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষের হাতে ‘পদ্ম পুরস্কার’ তুলে দেওয়া হবে। বিনোদনের জগৎ থেকে সেই তালিকায় নাম রয়েছে বাংলা চলচ্চিত্র জগতের মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। নাম রয়েছে সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিকেরও। (Padma Awards 2026)
সবিস্তার আসছে













