কলকাতা: SIR শুনানিতে হয়রানির অভিযোগ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার। শ্যামপুকুর বিধানসভার তৃণমূল বিধায়ককে দুপুর ২টোর সময় হাজিরা দিতে বলা হয়েছিল কেশব
অ্যাকাডেমিতে। এদিন শুনানির পর শশী পাঁজা বলছেন, কেন এত আমার ডকুমেন্টস চাওয়া হচ্ছে ? এতে আমার তো গলদ নেই। ..আমি এখনও ভরসা পাচ্ছি না, যে আমি ১৪ তারিখে নাম পাব কিনা। ..আমি তো অবাকই হয়ে যাচ্ছি, ২০০২ তে আছি, আর কি প্রমাণ লাগবে। কেন আমি অতিরিক্ত ডকুমেন্টস দেব ? আমি এখন সত্যিই..অন্যদের জন্যও চিন্তিত। তাহলে অন্যদের ডাকলেন না কেন ? " কমিশনের প্রতিনিধিকে প্রশ্ন রাজ্যের মন্ত্রীর।
[yt]https://youtu.be/pHdEc7eSyR4?si=pD9amOfb2SZ13pEP[/yt]
আরও পড়ুন, এবার দেবাংশু ভট্টাচার্যকে SIR-এর শুনানির নোটিস ! কী লিখলেন পোস্টে ?
SIR-এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।এর আগেও SIR-শুনানিতে ডাক পড়েছে একাধিক জন প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনের। নোটিস পেয়েছেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। আগামী বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর BDO অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। SIR-শুনানিতে ডাক পড়েছে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির। মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে হবে জাঙ্গিপাড়া BDO অফিসে। SIR-শুনানির নোটিস পেয়ে গত সোমবার রামপুরহাট ২ নম্বর বিডিও অফিসে হাজিরা দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। এবার SIR-এর শুনানিতে ডাকা হল মন্ত্রী শশী পাঁজাকে।










