কলকাতা: অরিজিৎ সিংহের (Arijit Singh) প্লেব্যাক থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত গোটা বিনোদন দুনিয়াকেই কার্যত জোর ধাক্কা দিয়েছে। কেরিয়ারের একেবারে সুবর্ণ সময়ে
থাকার পরেও অরিজিৎ সিংহ কেন এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেকেই আবার আবেদন করেছেন তাঁর সিদ্ধান্ত পূর্ণবিবেচনা করে দেখার জন্য। অনেকে আবার, অরিজিতের পাশে দাঁড়িয়ে বলেছেন, তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এবার তিনি অনেক খোলা মনে কাজ করতে পারবেন। তবে অরিজিৎ সিংহের প্লেব্যাক থেকে অবসরের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই বিরতি ঘোষণা করলেন আরও এক জনপ্রিয় তারকা!
তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ান জাকির খান (Stand up comedian Zakir Khan)। সম্প্রতি একটি লাইভ শো করাকালীন জাকির খান ঘোষণা করেন, তিনি সাময়িক বিরতি নিচ্ছেন তাঁর কাজ থেকে। তবে সাময়িক বিরতিটা যথেষ্ট লম্বা। জাকির খান জানিয়েছেন, তিনি ২০৩০ সাল পর্যন্ত বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাকির খান জানিয়েছেন, তিনি অনুভব করেছেন যে, এবার তাঁর শরীর স্বাস্থ্য়ের ওপর কিছুটা নজর দেওয়া দরকার। কিছু নিয়ম মেনে চলা দরকার, সেই কারণেই তাঁর একটি বিরতির প্রয়োজন। পাশাপাশি জাকির খান এ ও জানিয়েছেন, তাঁদের পরিবারে একটি জিনগত রোগ রয়েছে। একটি নির্দিষ্ট বয়সের পরে, সেই রোগ প্রকট হয়। তাঁর বয়স বেড়ে যাচ্ছে, তাই এবার তাঁকে শরীরের সঠিক যত্ন নিতে হবে।'
জাকির খান আরও বলেছেন, কাজের জন্য তাঁকে হামেশাই বিভিন্ন শহরে যেতে হয়। আর শহরে পৌঁছনো মাত্রই তাঁকে বিভিন্ন লোকের সঙ্গে দেখা করতে যেতে হয়। এর ফলে, তাঁর ঘুম খুব কম হয়। তিনি দিনে মাত্র ২ ঘণ্টা করে ঘুমিয়ে কাটাচ্ছেন। এর ফলে তাঁর শরীর অসুস্থ হয়ে পড়ছে। জাকির খানের মতে, তাঁর মনে হয় কেবলমাত্র অর্থ উপার্জন করাই জীবনের লক্ষ্য হতে পারে না। যখন কেউ উপার্জন করেন, তখন তাঁর ওপর পরিবারের ও দায়িত্ব এসে পড়ে। শুধু পরিবারের নয়, ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব ও তাঁর ওপর বর্তায়। তবে যদি মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় কাজতে, তাহলে তা স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব পড়ে বলেই মনে করছেন জাকির।
একের পর এক শো করছিলেন জাকির। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে শো করার সময়েই তিনি বুঝতে পারেন, তাঁর শরীরের আর এত ধকল সহ্য করার ক্ষমতা নেই। এরপরেই তিনি এই সিদ্ধান্ত নেন।










