তিরুঅনন্তপুরম: চলতি ভারত বনাম নিউজ়িল্যান্ড (IND vs NZ) সিরিজ়েই তিনি দীর্ঘ সময় পরে ভারতীয় দলে ফিরেছেন। প্রথম ম্যাচে রান না পেলেও, তারপর থেকে দুরন্ত ফর্মে
ব্যাট করেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তিনি ইতিমধ্যেই তিন ম্যাচে ১১২ রান করে ফেলেছেন। গত ম্যাচে অবশ্য তারকা কিপার-ব্যাটার খেলতে পারেননি। পঞ্চম টি-টোয়েন্টিতে কী আবার তাঁকে দেখা যাবে? ঈশানের ফিটনেস নিয়ে আপডেট দিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak)।
চতুর্থ টি-টোয়েন্টিতে হালকা চোটের কারণে ঈশান খেলতে পারেননি। ভারতীয় অধিনায়ক টসের সময় জানিয়েছিলেন, 'আগের ম্য়াচে চোট পেয়েছে ঈশান কিষাণ। ওর পরিবর্তে অর্শদীপ সিংহ খেলছে।' ঈশানের চোট যে খুব একটা গুরুতর নয়, তা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীনই বোঝা গিয়েছিল। বিশেষ করে ভারতের ব্যাটিং ইনিংসের সময় একাধিকবার ডাগ আউট থেকে বেশ জোরে দৌড়েই কোচ গৌতম গম্ভীরের বার্তা দলের ব্যাটারদের পৌঁছে দিতে দেখা গিয়েছিল ঈশানকে।
অবশ্য যতক্ষণ না দলের তরফে সরকারিভাবে কিছু জানানো না হয়, ততক্ষণ ১০০ শতাংশ নিশ্চিত হওয়া যায় না। কিন্তু তিরুঅনন্তপুরমে কিউয়িদের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ঈশানের একাদশে কামব্যাক কার্যত নিশ্চিত করে দিলেন সীতাংশু। ভারতীয় ব্যাটিং কোচ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সকলকে জানান, 'সম্ভাবনা প্রবল, আমার মনে হয় যতদূর আমি জানি, ও হয়তো খেলবে। ফিজিওরা তো এখানে ওর ফিটনেস দেখার জন্য রয়েইছেন এবং ওরাই অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।'
তবে ঈশান ফর্মে থাকলেও, রান পাচ্ছেন না সঞ্জু স্যামসন। গত ম্যাচে শুরুটা ভাল করেও স্যান্টনারের বলে বোল্ড হন স্যামসন। তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। ঘরের মাঠে কি শনিবার সঞ্জুকে খেলতে দেখা যাবে? কোটাক সাফ জানিয়ে দিলেন দল চায় স্যামসন যেন মানসিকভাবে ভাল জায়গায় থাকেন।
'সঞ্জু তো সঞ্জুই। হ্য়াঁ, সকলে যেমনটা ভেবেছিল, ও হয়তো ততটা রান করতে পারেনি। তবে সেটা তো খেলার অঙ্গ। অনেক সময় কেউ টানা পাঁচ ইনিংসে রান পায়, আবার অনেক সময় তার বিপরীত হয়। এটা ওই ব্যক্তির ওপর নির্ভরশীল যে এমন পরিস্থিতিতে সে কীভাবে নিজেকে মানসিকভাবে শক্ত রাখবে এবং তাঁকে সঠিক জায়গায় রাখাটা, সঠিক অনুশীলন, কড়া পরিশ্রম করানোটা আমাদেরও দায়িত্ব। সঞ্জু কী করতে পারে, সেটা তো আমরা সকলেই জানি। তাই আমার মনে হয় না ওর বিষয়ে এর থেকে বেশি কিছু বলার আর কোনও প্রয়োজন আছে, কারণ ও দারুণ ক্রিকেটার।' জানান সীতাংশু কোটাক।










