কলকাতা: আদৌ কি 'জোট' নিয়েই আলোচনা হয়েছে মহম্মদ সেলিমের সঙ্গে? বৈঠক থেকে বেরিয়ে সেলিম জানিয়েছিলেন যে জোট নিয়ে কোনও কথা হয়নি। তিনি জানিয়েছিলেন যে 'মন
বোঝার চেষ্টা' হয়েছে। তবে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে হুমায়ুন কবীর জানিয়ে দিলেন যে জোট প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়েই কথা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকের সঙ্গে।
বৈঠকের পর হুমায়ুন কবীর বলেন, ''মহম্মদ সেলিম একজন রাজ্যের অন্যতম সিনিয়র নেতা। একজন কমরেড উনি। ওঁনার সঙ্গে সৌহার্দ্যমূলক পরিবেশে আলোচনা হয়েছে। এটা এখনই পুরো খোলাখুলি বলার মত কিছু হয়নি। তবে পরবর্তী দিনে দ্রুত জোট প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কথা হয়েছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে জোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে আলোচনা হয়েছে। আমি সেলিমবাবুকে আমার তরফে থেকে আবেদন রেখেছি। ISF কী চায়, বামফ্রন্ট কী চায়, মহম্মদ সেলিমকে কথা বলতে বলেছি।''










