কলকাতা: জাতীয় ভোটার দিবসে মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। 'নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করছে, এটাকে প্রহসনের মতো দেখাচ্ছে। হিজ মাস্টার্স
ভয়েস হিসেবে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত। তাদের ঔদ্ধত্য হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন করার, আমি এতে স্তম্ভিত, বিস্মিত, বিচলিত', সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
[yt]https://youtu.be/P7vZYk0BG7g?si=h5hQkUM9bqxRECXd[/yt]
আরও পড়ুন, "ভরসা পাচ্ছি না, যে আমি ১৪ তারিখে নাম পাব কিনা ", SIR শুনানি থেকে বেরিয়ে কী প্রতিক্রিয়া মন্ত্রী শশী পাঁজার ?
SIR নিয়ে বিজেপি-কমিশন আঁতাঁতের অভিযোগেও সরব মুখ্যমন্ত্রী।'নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নতুন-নতুন অজুহাত তৈরি করে চলেছে। মানুষকে অত্যাচার করা হচ্ছে, তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের প্রভু বিজেপি-র হয়ে তারা বিরোধীদের ধ্বংস করতে চায়। এদেরই আবার সাহস হচ্ছে ভোটার দিবস উদযাপন করার!', সোশাল মিডিয়ায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের














