What is the story about?
কলকাতা : সাতসকালে কলকাতায় CBI হানা। ১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে কলকাতায় চলছে CBI তল্লাশি। শ্রেয়ী নামে একটি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া,
হেমন্ত কানোরিয়ার অফিসে তল্লাশি। আলিপুরে কানোরিয়াদের বাড়িতেও পৌঁছে গেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। CBI সূত্রে খবর, ইউকো ব্যাঙ্কের তরফে করা ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় চলছে তল্লাশি। দুই ঠিকানাতেই সুনীল কানোরিয়ার খোঁজ মেলেনি বলে দাবি CBI-এর।
[yt]https://youtu.be/4cS7BsoBg9I?si=xHFNbLs5WSjmYXyZ[/yt]
আরও পড়ুন,"টাকা নিয়ে কী করব... আমার বাবাকে এনে দিক", আনন্দপুরে ধ্বংসস্তূপ-পোড়া ছাইয়ের ভিতরে এখনও দেহাংশ খুঁজে চলেছেন আত্মীয়রা !














