কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি সাদা কালো পোস্টে ঘোষণা অরিজিৎ সিংহের (Arijit Singh)। রুপোলি পর্দায় আর শোনা যাবে না তাঁর কন্ঠস্বর। সিনেমার
জন্য আর প্লেব্যাক করবেন না তিনি। অরিজিৎ সিংহের এই ঘোষণার কথা কয়েক মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। আর তারপরই কার্যত আবেগের বিস্ফোরণ ঘটে। অনেকেই প্রাথমিকভাবে মনে করেছিলেন, অরিজিৎ সিংহ বোধহয় সঙ্গীত থেকেই অবসর নিচ্ছেন। তবে অরিজিৎ তাঁর পরবর্তী পোস্টে স্পষ্ট করে দেন, তিনি সঙ্গীত ছাড়ছেন না মোটেই। এরপরে, গান নিয়ে স্বাধীনভাবে কাজ করবেন তিনি।
অরিজিৎ সিংহের সঙ্গে একাধিক কাজ করেছেন এ আর রহমান (A R Rahman)। অরিজিৎ সিংহের সিনেমার গান থেকে অবসর ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, অরিজিৎকে নিয়ে এ আর রহমানের করা মন্তব্য। একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিংহের সম্পর্কে বলতে গিয়ে, সঙ্গীতশিল্পীকে 'বেপরোয়া' বলে অভিহিত করেছেন রহমান। ঠিক কী বলেছেন তিনি? একটি সাক্ষাৎকারে, অরিজিৎ সিংহকে নিয়ে কথা বলতে গিয়ে এ আর রহমান বলেন, 'অরিজিৎ ভীষণ ভাল একজন সঙ্গীতশিল্পী। উনি একজন প্রযোজক ও বটে। প্রযোজককেও যে ককটা সংস্কৃতিমনোস্ক হতে হয়, সেটা অরিজিৎ সিংহই দেখিয়ে দিয়েছেন। পাশাপাশি, অরিজিৎ বেপরোয়া ও বটে। জিয়াগঞ্জের গ্রামের বাড়িতে থেকে উনি মুম্বইতে একের পর এক কাজ করে যান। এই ব্যাপারটা দুর্দান্ত।
এ আর রহমানের কম্পোজিশনে দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূর অভিনীত 'তামাশা' ছবিতে গান গেয়েছিলেন অরিজিৎ সিংহ। সেই ছবির কারণেই প্রথমবার অলকা যাজ্ঞিকের সঙ্গে কাজ করেছিলেন অরিজিৎ। চূড়ান্ত সাফল্য পেয়েছিল এই গানটি। সেই সময়ের কথা মনে করে এ আর রহমান বলেন, 'ওই গানটা আমার ভালবাসার। আমার মনে হয়, কোনও সঙ্গীতশিল্পীর সাফল্য সেখানেই, যেখানে তাঁর সঙ্গীতটা সাফল্য পায়। আগেকার দিনে একটা ধারণা ছিল, সঙ্গীতের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা মানুষ হিসেবে ভীষণ খারাপ। তাঁরা মদ্যপান করেন, ধূমপান করেন। আমি বলতে চাই, যে সব যে প্রজন্মে হত, সেটা চলে গিয়েছে। বর্তমানে যে প্রজন্মটা চলছে, সেখানে অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষালের মতো আইকনরা রয়েছেন। এটা খুব ভাল বিষয়। আমার ওদের জন্য গর্ববোধ হয়।'
প্রসঙ্গত, বাংলা কাজের হিসেব করলে, এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি, 'লহ গৌরাঙ্গের নাম রে' -তে কন্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন অরিজিৎ সিংহ ও। তাঁর গলায়, 'কম্পিত তনুদল গুঞ্জিত বাদল' এখনও বাজছে মানুষের কানে। অনুরাগীরা আশা করছেন, সিনেমার গান থেকে সরে গিয়েও, বাংলাকে হয়নি স্বতন্ত্র মিউজিক আরও উপহার দেবেন অরিজিৎ।












