শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকার, কলকাতা: দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা। এই প্রেক্ষাপটে, দিল্লির বিজেপি নেতাদের আনাগোনা ক্রমশ
বাড়ছে। বিজেপি সূত্রের খবর, জানুয়ারির শেষে ফের আসছেন অমিত শাহ। গতবছরের শেষে পশ্চিমবঙ্গে এসেছিলেন। দফায় দফায় পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের ক্লাস নেন। এরপর ১৭ ও ১৮ জানুয়ারি মালদা ও সিঙ্গুরে সভা করেছেন খোদ প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার, পশ্চিমবঙ্গে আসছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আর এরমধ্য়েই বিজেপি সূত্রে খবর, ৩০ জানুয়ারি পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ।
[yt]https://youtu.be/4atgV6-eVIQ?si=8PpudN17qQf0y7Gn[/yt]
আরও পড়ুন, কীভাবে কাটবেন মেট্রোর রিটার্ন টিকিট? রইল বিস্তারিত
বিজেপি সূত্রের খবর, উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দক্ষিণবঙ্গের বারাসাত সাংগঠনিক জেলার সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমাদের মিটিং হয়েছে। এখনও পর্যন্ত কনফার্মেশন ওঁর অফিস থেকে তো শেষদিনের আগে আসা সম্ভব নয়, তো ৩০-৩১ ওঁর (অমিত শাহের) আসার সম্ভাবনা আছে। উনি আসবেন। প্রাথমিক পরিকল্পনা যে দু'টো অনুষ্ঠান হবে, একটা উত্তরবঙ্গর কোথাও একটা দক্ষিণবঙ্গে এবং দু'টোই ইন্ডোর প্রোগ্রাম হবে। কারণ আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা তার যে প্রতিবন্ধকতা আছে, মাইক ব্যবহারের। সেজন্য আমরা যেখানেই করব, ইন্ডোর ব্যবস্থা করে করব।
গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে এসে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে, দুই তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে।' বিধায়কদের একেবারে হোমওয়ার্ক দেন হোম মিনিস্টার! সূত্রের খবর, কলকাতা ও তার আশেপাশের ২৮ আসনের মধ্যে ২০টিতে জয়ের টার্গেট বেঁধে দেন অমিত শাহ। অন্যদিকে, ২০ জানুয়ারি, দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন শপথগ্রহণ করেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন নিতিন নবীন। টার্গেট যে বাংলা - শপথ নেওয়ার দিনই বুঝিয়ে দিয়েছিলেন নিতিন নবীন।
বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন , পশ্চিমবঙ্গ, কেরল, পদুচেরিতে ভোট হতে যাচ্ছে। সেখানে জনবিন্য়াসের চর্চা হচ্ছে। কীভাবে জনবিন্য়াস বদলাচ্ছে সেটাই একটা চ্য়ালেঞ্জ। বিজেপি নেতারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে এই পাঁচ রাজ্যে নেতৃত্ব প্রদান করতে চলেছে। আমাদের আস্থা ও সনাতন পরম্পরাকে বাঁচানোর লড়াই লড়তে হলে দেশকে সুরক্ষিত করার লড়াই লড়তে হলে তো এই পাঁচ রাজ্যে শক্তিশালী হয়ে আসতে হবে।
মঙ্গলবার দু'দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।বিকেলে অন্ডাল বিমানবন্দরে নেমে সন্ধেয় যোগ দেবেন দুর্গাপুরের কমল মেলায়।দুর্গাপুরে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।বুধবার সকাল ৯টায় ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন। সকাল ১০টা ৪৫ নাগাদ বর্ধমান বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।দুপুর আড়াইটে নাগাদ আসানসোল বিভাগের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।সেদিনই ফিরে যাবেন দিল্লিতে।










