নরেন্দ্র মোদির পর এবার সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪ বছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখবেন মমতা। ২৮ জানুয়ারি , বুধবার দুপুর ১ টায় সিঙ্গুরের ইন্দ্রখালি
মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, সেখানে সরকারি মঞ্চে বেশ কিছু শিলান্যাস কর্মসূচির পর রাজনৈতিক সভাও করবেন তিনি। মমতার সভার ঠিক ১০ দিন আগে সিঙ্গুরে ‘টাটার মাঠে’ সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মানুষের প্রত্যাশা ছিল ভোটমুখী বাংলায় এই সভা থেকে শিল্প সংক্রান্ত বড় ঘোষণা করবেন তিনি। কিন্তু এই জাতীয় কোনও ঘোষণা করেননি মোদি। তাতে মানুষ যে কিছুটা আশাহত হয়েছে, এ কথা বলাই বাহুল্য। 'টাটাকে বাংলায় ফেরাবো' - কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এমন কথা বললেও শিল্প নিয়ে সিঙ্গুরে নীরবই ছিলেন মোদি। তার ঠিক ১০ দিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা। শাসকদল সূত্রে খবর, ওই দিন প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি জনসভাও করতে পারেন নেত্রী। সিঙ্গুরকে মমতা কি কিছু দেবেন? বাড়ছে প্রত্যাশা।
সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে বাংলার জেলা-জেলা থেকে আসতে পারেন মানুষ। ভোটমুখী বাংলায় সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, সেদিকে সারা বাংলার নজর থাকবে। সেই অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ কভারেজ দেখুন এবিপি আনন্দে, সব খবর পড়তে চোখ রাখুন https://bengali.abplive.com/ -এ। মমতার সভা সরাসরি দেখতে নজর রাখুন এবিপি আনন্দর ইউটিউব প্ল্যাটফর্ম - https://www.youtube.com/@abpanandatv -এ। ক্লিক করুন - https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10 । এছাড়াও এবিপি আনন্দর ফেসবুক পেজেও লাইভ দেখুন অনুষ্ঠান। নজর রাখতে পারেন এবিপি আনন্দর লাইভ টিভি লিঙ্কে -https://bengali.abplive.com/live-tv
নরেন্দ্র মোদি সিঙ্গুরের জনসভায় টাটাদের কারখানার প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গেছেন। উল্টোদিকে রাজনৈতিক মহল বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিঙ্গুর সদা পয়মন্ত। সিঙ্গুর তাঁকে শীর্ষাসনে বসিয়েছে! সুদীর্ঘ কালের বামদুর্গে ফাটল ধরিয়েছে। রাজনৈতিক ডিভিডেন্ড দিয়ে ক্ষমতায় এনেছে। এরপর ২০১৬ সালে সিঙ্গুরে কারখানার জন্য নেওয়া জমি চাষিদের ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই হাজার একর জমিতে এখনও সেভাবে চাষবাস শুরু হয়নি, অধিকাংশ জমি আর কৃষিকাজের উপযোগীও নেই। মুখ্যমন্ত্রী একসময় সিঙ্গুরে গিয়ে সর্ষে বীজ ছড়িয়ে প্রতীকী চাষ করেছিলেন , কিন্তু সেই সব জমি আর আগের মতো সুফলা নেই। তাই এখন মোদি আসার আগে সিঙ্গুরের বহু মানুষের মুখেই শোনা গিয়েছিল , 'এ জমিতে তো চাষ হবে না। শিল্প এলে আসুক'। এই পরিস্থিতিতে সেই সিঙ্গুরের মাটিতেই প্রায় ৪ বছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ । কারণ সামনে ভোট, সারা বাংলা ফুটছে এসআইআর আবহে। এই সময় সিঙ্গুরের মাটিতে রাজনৈতিক সভাও করবেন তিনি। তবে কি সিঙ্গুরে দাঁড়িয়ে বড় কিছু ঘোষণা করে নির্বাচনের আগে চমক দেবেন মুখ্যমন্ত্রী? উত্তরের অপেক্ষায় রাজ্যের মানুষ।














