WhatsApp Features: ইউজারদের নিরাপত্তার জন্য আরও কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের। মেটা- র এই মেসেজিং সার্ভিস এবার ইউজারদের দিচ্ছে আরও উন্নত এবং আধুনিক সিকিউরিটি
ফিচার। অনলাইন প্রতারণা ক্রমশ বাড়ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও প্রতারিত হচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে ইউজারদের তথ্য নিরাপদে রাখা ভীষণভাবে জরুরি। আর সেই কারণেই নতুন অ্যাডভান্স সিকিউরিটি মোড লঞ্চ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের নতুন সিকিউরিটি ফিচার - স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস
আদতে এটি একটি ওয়ান ক্লিক অপশন। হোয়াটসঅ্যাপে এই সিকিউরিটি ফিচার একটি বাটনে ক্লিক করলেই চালু হয়ে যাবে। আর সেই সঙ্গে একগুচ্ছ নিরাপত্তা সংক্রান্ত ফিচার যুক্ত হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। ইতিমধ্যেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।
হোয়াটসঅ্যাপের নতুন স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস চালু থাকলে কী কী সুবিধা পাবেন ইউজাররা, জেনে নিন
- অজানা, অচেনা ইউজারের থেকে কোনও মিডিয়া ফাইল (ছবি, ভিডিও, অডিও), অ্যাটাচমেন্ট এলে তা ব্লক হয়ে যাবে।
- আপনার চ্যাটে কোনও ইউআরএল এলে, তার সঙ্গে আসে প্রিভিউ থাম্বনেল। এই প্রিভিউ বন্ধ হয়ে যাবে।
- অজানা, অচেনা লোকের থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে তা সাইলেন্ট হয়ে যাবে।
এই তিন ধরনের সুবিধা হোয়াটসঅ্যাপে চালু হয়ে গেলে ইউজাররা অনেকটা নিরাপদে থাকবেন বলে অনুমান করা হচ্ছে।
ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সাবধানী হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ান্তরে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিলও করা হয়। মাঝে মাঝেই চালু করা হয় নতুন নতুন সিকিউরিটি ফিচার। বর্তমানে হোয়াটসঅ্যাপ বিশ্বের প্রায় সর্বত্রই ব্যবহৃত হয়। অত্যন্ত জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপে যত বেশি নিত্যনতুন ফিচার যুক্ত হয়েছে, ইউজারদের নিরাপত্তা নিয়ে সমস্যাও বেড়েছে। একাধিক আধুনিক ফিচার বিগত কয়েক বছর ধরে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। আর তার সঙ্গে সঙ্গেই ইউজারদের নিরাপত্তা কতটা বজায় রয়েছে তা নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। কারণ এর মাঝেই অসংখ্যবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার খবরও প্রকাশ্যে এসেছে। তাই এবার আরও কড়া হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের নিরাপত্তার সঙ্গে কোনওপ্রকার আপোষ করতে রাজি নয় তারা। সেই জন্যই নতুন করে বেশ কিছু আধুনিক ও উন্নত ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে। আর এগুলি সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে বলেও অনুমান করা হচ্ছে। নতুন সিকিউরিটি ফিচারগুলি সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য সব মাধ্যমে চালু হয়ে গেলে নিঃসন্দেহে ইউজারদের নিরাপত্তাও বাড়বে।










