মুম্বই: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) থেকে বাদ গিয়েছে বাংলাদেশ । তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে টুর্নামেন্টে । ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস
প্রেসিডেন্ট জানালেন, তাঁরা চেয়েছিলেন বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে খেলুক । কিন্তু পাকিস্তানের উস্কানিতেই এই অবস্থা বাংলাদেশের, অভিযোগ রাজীব শুক্লর ।
রাজীব শুক্ল বলেছেন, 'আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক । ওদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছিলাম । তবু ওরা সিদ্ধান্ত নেয় খেলবে না । একেবারে শেষ মুহূর্তে সূচি বদলানো খুব কঠিন । সেই কারণেই স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে ।'
এর পিছনে পাকিস্তানের উস্কানি দেখছেন রাজীব শুক্ল । বলেছেন, 'কোনও কারণ ছাড়াই পাকিস্তান এই বিষয়টায় ঢুকছে । বাংলাদেশকে উস্কানি দিচ্ছে । বাংলাদেশিদের ওপর কী নির্মম অত্যাচার করেছে পাকিস্তান সকলেরই জানা । এবার বাংলাদেশকে ভুল পথে চালিত করছে । এটা একেবারে ভুল ।'
টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চলা বিতর্ক নিয়ে এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসনের মন্তব্য ঝড় তুলেছে । ওয়াসন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) পরামর্শ দিয়েছেন যে, ম্যাচগুলি ভারত থেকে সরানোর দাবি জানানোর পরিবর্তে, এই টুর্নামেন্টটিকে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখা উচিত ।
সংবাদসংস্থা ANI-কে অতুল ওয়াসন বলেছেন যে, ভারতে নিরাপত্তা নিয়ে কোনও ধরনের উদ্বেগের প্রয়োজন নেই । তাঁর মতে, ভারতে আন্তর্জাতিক ম্য়াচ আয়োজনের জন্য সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা থাকে এবং ICC স্তরের টুর্নামেন্টে কোনও ধরনের ত্রুটি থাকার অবকাশ থাকে না ।
ওয়াসন বিশেষভাবে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের কথা উল্লেখ করে বলেছেন যে, তাঁর নেতৃত্বকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা উচিত । তিনি বলেন, বাংলাদেশের বোঝা উচিত যে তাদের অধিনায়ক হিন্দু এবং এই বিষয়টির ব্যবহার দুই দেশের মধ্যে বিশ্বাস বাড়ানোর জন্য করা যেতে পারে, বিতর্ক আরও বাড়ানোর জন্য নয় ।
অগাস্ট-সেপ্টেম্বর মাসে ভারতীয় দলের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সফর রয়েছে । সেই সফরও বাতিল হতে পারে । সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে সফর বাতিল মানে সেখানেও মোটা অঙ্কের আর্থিক ক্ষতি হতে পারে । উল্লেখ্য, এই ঘটনা প্রবাহের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়ে দিয়েছেন যে প্রতি বছর আইসিসি থেকে যে অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায় তা আইসিসির আয়ের প্রায় ৬০ শতাংশ ।










